Mamata Banerjee: আরজি কর কাণ্ডের জের, রাজীব কুমারের উপস্থিতিতে ‘হাইলেভেল’ বৈঠকের ডাক মমতার

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে দিকে দিকে উঠছে প্রতিবাদের ঝড়। আর এই ঘটনায় প্রথম থেকেই বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে পুলিশ…

Mamata Banerjee has called a state administrative review meeting at Nabanna

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে দিকে দিকে উঠছে প্রতিবাদের ঝড়। আর এই ঘটনায় প্রথম থেকেই বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে হাই কোর্ট এমনকি সুপ্রিম কোর্টও এ নিয়ে বারবার প্রশ্ন তুলেছে। এবার এমন আবহে নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার নবান্নের (Nabanna) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বর সেখানে এই বৈঠক হবে। এদিন দুপুর ১টায় নবান্ন সভাঘরে এই পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যের সব দফতরের কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই বৈঠকে প্রত্যেক দফতরের মন্ত্রী, সচিবসহ মন্ত্রিসভার সব সদস্যকে উপস্থিত থাকার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

   

রাজ্যের বিভিন্ন দফতরের বিশেষ সচিব পদমর্যাদার আধিকারিকদেরও ওই বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে। শুধু তাই নয়, এদিনের বৈঠকটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাও বলা হয়েছে নবান্নের বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকে বছরে দু’‌বার করে এরকম প্রশাসনিক স্তরে বৈঠক হয়ে থাকে। মুখ্যমন্ত্রী এই বৈঠকের আগে জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করে আসেন।

সেখানে পূঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা কাজের খতিয়ান নেন তিনি। তবে চলতি বছরে লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে এর পরের দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এদিকে আরজি কর কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে এই ঘটনাকে নিয়ে রাজ্য সরকারের একের পর এক সিদ্ধান্তকে কার্যত কাঠগড়ায় তুলেছে সব মহল।

এর মধ্যে আরজি কর ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগেরও দাবি তোলা হয়েছে। সবমিলিয়ে বর্তমনে বেশ চাপে রয়েছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠক যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।