নতুন প্রকল্প চালু হতে চলেছে বাংলায়। রাজ্য সরকার নিয়ে আসছে ‘দুয়ারে দলিল।’ জম্য-বাড়ি-ফ্ল্যাট কেনার পর দলিল এবার দুয়ারে অর্থাৎ দরজায় পাওয়া যাবে। শীঘ্রই শুরু হবে দুয়ারে দলিল পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর থেকে ফিরলেই এই প্রকল্পে সবুজ সংকেত মিলবে। দুয়ারে দলিল পরিষেবা শুরু হলে রেজিস্ট্রি অফিসে দলিলের জন্য আর ছোটাছুটি করতে হবেনা।
বর্তমানে কেউ সম্পত্তি কিনলে সেই দলিলের ‘সার্টিফায়েড কপি’ অনলাইনেই পেয়ে যান। অনলাইনে পেলেও দলিলের মূল কপি পেতে নির্দিষ্ট আইজিআর রশিদ নিয়ে ক্রেতাকে যেতে হয় রেজিস্ট্রি অফিসে। অনেক সময় দেখা গেছে যে ক্রেতা রেজিস্ট্রি অফিসের বারবার যাওয়া-আসা পচ্ছন্দ না করলে তাদের ঠিক করা আইনজীবী অর্থের বিনিময়ে দলিল ক্রেতাদের হাতে তুলে দেন। কিন্তু এতে ব্যয় হয় শ্রম, সময় এবং খরচ। নবান্ন সূত্রে খবর এবার এই সমস্যা থেকে ক্রেতাদের মুক্তি দিতে ‘দুয়ারে দলিল’ পরিষেবা আনতে চলেছে রাজ্য সরকার।
জানা যাচ্ছে যে এই পরিষেবা চালু করতে যে পরিকাঠামো প্রয়োজন তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। প্রশ্ন থাকছে যে তাহলে কি বাড়িতে দলিল এলে বেশি অর্থ দিতে হবে? জানা যাচ্ছে যে ক্রেতাদের বাড়তি খরচ বহন করতে হবেনা। সম্পত্তি রেজিস্ট্রেশনের বিষয়টি দেখে রাজ্য সরকারের অধীনে ‘ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ’।
‘দুয়ারে দলিল’ পরিষেবা বাস্তবায়ন হলে। রেজিস্ট্রি করার সময় ক্রেতার যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানাতেই পৌঁছে যাবে সম্পত্তির দলিল। এর ফলে খুব কম সময়ে হাতে দলিল পেয়ে যাবেন ক্রেতারা।