মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর মানিকতলায়, কী হল সেখানে

লোকসভা ভোট মিটতেই শুরু হয়ে গেল বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি। গত সোমবার রাজ্যের চার বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর থেকে নড়েচড়ে বসেছে ঘাসফুল…

mamata-banerjee-bjp-looted-votes-in-west-bengal-in-lok-sabha-elections

লোকসভা ভোট মিটতেই শুরু হয়ে গেল বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি। গত সোমবার রাজ্যের চার বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর থেকে নড়েচড়ে বসেছে ঘাসফুল শিবির। লোকসভা নির্বাচনে লেটার মার্কস নিয়ে পাশ করলেও একচুল জমি ছাড়তে নারাজ তৃণমূল। তাই এক নির্বাচন শেষ হতেই অন্য নির্বাচনের হালহকিকত খুঁটিয়ে দেখতে চাইছে ঘাসফুল আর এই আবহেই মানিকতলা বিধানসভা বিশেষ নজরে রয়েছে খোদ তৃণমূল সুপ্রিমোর।

মন্ত্রিত্ব গ্রহণ করেই চিন-পাকিস্তান নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, মানিকতলায় নির্বাচন সামলানোর জন্য ৪ সদস্যের একটি কোর কমিটি গঠন করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার উত্তর কলকাতার চার গুরুত্বপূর্ণ নেতাকে নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী । সেখানে ছিলেন কুণাল ঘোষ, তৃণমূল বিধায়ক পরেশ পাল, ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং মেয়র পরিষদ স্বপন সমাদ্দার । ভোটের প্রস্তুতি নেওয়ার জন্য এই চারজনের কোর কমিটি গড়ে মানিকতলা জয়ের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

   

প্রসঙ্গত, সদ্য লোকসভা নির্বাচনে মানিকতলায় আশানুরূপ ফল হয়নি শাসকদলের । জোড়াসাঁকো বা শ্যামপুকুরের মতো পরাজয়ের মুখ দেখতে না হলেও জয়ের ব্যবধান ছিল মাত্র ৩ হাজার ৫৭৫ ভোটের । এই আবহে দলের অভ্যন্তরীণ সমীকরণ ঠিক না করলে যেকোনও সময়ে এই স্বল্প ব্যবধান ছাড়িয়ে যাবে বিরোধী পক্ষ ৷ ওয়াকিবহাল মহলের দাবি, বিষয়টা বুঝে এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ কোর কমিটির এই চার নেতাই ভোটে মানিকতলা নির্বাচন কমিটির দায়িত্ব সামলাবেন ।

আরও জানা গিয়েছে যে, মানিকতলা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী তিনি। প্রার্থিপদের দাবিদার রয়েছেন সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেও। অনেকে আবার মনে করছেন, পাণ্ডে পরিবারের কেউ না হয়ে তৃতীয় কোনও ব্যক্তি হতে পারেন এই কেন্দ্রে প্রার্থী। রাজ্যের এক বড় আমলার নাম নিয়েও চলছে চর্চা। তবে জোরালো সুপ্তি পাণ্ডের নাম।