পদপিষ্টের ঘটনায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ করলেন মমতা

  উত্তরপ্রদেশের হাথরসে (Hathras) ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এখনও অবধি ২৭ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। অন্তত সরকারি হিসেব…

mamata hathras পদপিষ্টের ঘটনায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ করলেন মমতা

 

উত্তরপ্রদেশের হাথরসে (Hathras) ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এখনও অবধি ২৭ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। অন্তত সরকারি হিসেব তো তাই বলছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এহেন ঘটনায় এবার দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

   

হাথরস সম্পর্কে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সবেমাত্র জানতে পারলাম যে উত্তরপ্রদেশের হাথরসে (Hathras) পদপিষ্ট হয়ে কমপক্ষে ২৩ জন মহিলা, ৩ শিশু এবং একজন পুরুষ সহ ২৭ জন পুণ্যার্থী মারা গেছেন। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল। শোকস্তব্ধ স্বজনহারাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

এদিকে উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সবার দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে কেন্দ্র। আমি আশ্বস্ত করছি যে ক্ষতিগ্রস্থদের সর্বতোভাবে সহায়তা করা হবে।’