সিপিএমকে নরকঙ্কালের দল বলে কটাক্ষ, বিজেপিকে ‘বিসর্জন’ দেওয়ার ডাক মমতার

কলকাতা: শহিদ দিবসের মঞ্চ থেকে ফের রাজ্য এবং জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন।…

সিপিএমকে নরকঙ্কালের দল বলে কটাক্ষ, বিজেপিকে ‘বিসর্জন’ দেওয়ার ডাক মমতার

কলকাতা: শহিদ দিবসের মঞ্চ থেকে ফের রাজ্য এবং জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন। একদিকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ, অপরদিকে সিপিএম তথা বামেদের উদ্দেশে কটাক্ষ— এই ছিল তাঁর এ বছরের একুশে জুলাইয়ের মূল বার্তা। তিনি বলেন, “বিজেপিকে রাজনৈতিকভাবে বিসর্জন দিতে হবে, আর সিপিএম হল নরকঙ্কালের দল। ওদের নিয়ে ভাবার কিছু নেই।”

রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে বিজেপি উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযান চালাচ্ছে, অন্যদিকে শহরে বিপুল জমায়েতে তৃণমূলের শক্তি প্রদর্শন, তাতে মমতার এই মন্তব্য স্পষ্টতই নির্বাচনী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

   

মমতা বলেন, “দিল্লির সিংহাসনে যারা বসে আছে, তারা দেশকে বিক্রি করে দিচ্ছে। মানুষ খেতে পাচ্ছে না, চাকরি নেই, গ্যাসের দাম আকাশছোঁয়া— অথচ তারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে।” তিনি আরও বলেন, “বিজেপি একটা ফাঁকা হাঁড়ি। শুধু শব্দ হয়, কিছু নেই। এবার তাদের বিদায় দেওয়ার সময় এসেছে।”

তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “তোমরা প্রত্যেকে বুথে বুথে পাহারাদার হয়ে দাঁড়াও। বিজেপি পয়সা দিয়ে ভোট কিনতে আসে, কুৎসা করে। কিন্তু বাংলার মাটি কখনও বিজেপিকে গ্রহণ করেনি, এবারও করবে না।”

সিপিএমের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “বামেরা এখন শুধুই নরকঙ্কাল। রাজনীতিতে তাঁদের কোনও অস্তিত্ব নেই। তাঁরা শুধু সোশ্যাল মিডিয়ায় বুদ্ধি দেয়, ময়দানে থাকে না।” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সিপিএম মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দলের তরফে পাল্টা বলা হয়েছে, “মমতা এখন যতই বলুন না কেন, উনিই বাম রাজনীতির উত্তরাধিকার বহন করছেন। আমরা রাজনীতি করি মাটিতে নেমে, কোনও চটুল বক্তৃতায় নয়।”

Advertisements

একুশে জুলাইয়ের শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় শহিদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই শহিদের রক্তের মধ্যেই তৃণমূল কংগ্রেসের আত্মা বাস করে। আমরা উন্নয়নের পথে চলছি, মাথা উঁচু করে হাঁটছি। এই পথ থেকে আমাদের সরানো যাবে না।”

মমতার বক্তব্যের মাধ্যমে একদিকে বিজেপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার বার্তা, অন্যদিকে বামেদের গুরুত্বহীনতা তুলে ধরে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কেবলমাত্র বিজেপিকে টার্গেট করার কৌশল স্পষ্ট হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা এই মঞ্চ থেকেই দলের ভিত শক্ত করার বার্তা দিলেন।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে “নরকঙ্কালের দল” বলে কটাক্ষ করেন এবং বিজেপিকে “রাজনৈতিকভাবে বিসর্জন” দেওয়ার আহ্বান জানান। এই ভাষণে রাজনৈতিক উত্তাপ যেমন তৈরি হয়েছে, তেমনি স্পষ্ট হয়েছে তৃণমূলের ভবিষ্যৎ রণকৌশল।