‘খুব বিরক্ত করতেন, তাই রাজ্যপালকে ব্লক করেছি’, বিস্ফোরক মমতা

আবারও জোরালো হল রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব। এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপাল জগদীপ ধনকরকে (Jagdeep Dhankar) টুইটারে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী।…

আবারও জোরালো হল রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব। এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপাল জগদীপ ধনকরকে (Jagdeep Dhankar) টুইটারে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সোমবার নবান্নে হওয়া সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো।

তিনি বলেন, ‘বারবার বিরক্ত করছেন, তাই বাধ্য হয়েছি টুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করতে। এর জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বারবার প্রধানমন্ত্রীকে বলেছি। নিজেকে সুপার পাহারাদারি ভাবেন রাজ্যপাল। প্রতিদিন বিল আটকেছেন রাজ্যপাল। উস্কানি দেন উনি। সবাইকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল, প্রত্যেকটা বিল আটকে দিয়েছেন। রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুণ্ডারা লোক মারছে। প্রধানমন্ত্রীকে চারটি চিঠি দিয়েছি। তারপরেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সব ষড়যন্ত্র। কেন্দ্র হচ্ছে পেগাসাস আর রাজ্যপাল হচ্ছে নাভিশ্বাস।’

অন্যদিকে এ বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘রাজ্যপাল আজ অবধি নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কোনও কথা বলেননি। তিনি যা করছেন বা আগামী দিনে যা করবেন সবকিছুই সংবিধান মেনে করবেন। রাজ্যপাল নিজের দায়িত্ব পালন করছেন। আর এই দায়িত্ব তাঁকে ভারতীয় সংবিধান দিয়েছে। স্বাভাবিকভাবেই মাননীয়া মুখ্যমন্ত্রী পালিয়ে বাঁচার জন্য এই কাজ করেছেন বলে আমার মনে হয়।’