Loksabha election 2024: সুকান্ত-শুভেন্দুকে ‘বাংলার কুলাঙ্গার’ বলে কটাক্ষ করলেন মমতা

শনিবার লোকসভা ভোটের তৃতীয় দিনের প্রচারে বালুরঘাটে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিনের সভা থেকে তিনি আবার কেন্দ্রীয় সরকারে আক্রমণ করলেন। প্রসঙ্গত এই লোকসভা কেন্দ্রের…

tmc-bjp

শনিবার লোকসভা ভোটের তৃতীয় দিনের প্রচারে বালুরঘাটে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিনের সভা থেকে তিনি আবার কেন্দ্রীয় সরকারে আক্রমণ করলেন। প্রসঙ্গত এই লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির সুকান্ত মজুমদার। যিনি রাজ্য বিজেপির সভাপতিও বটে। তাই সবার নজর ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে।

Advertisements

এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ” সুকান্ত এবং শুভেন্দুকে এক সারিতে রেখে আক্রমণ করলেন তিনি। বললেন, ”আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার। আপনারা বাংলার কুলাঙ্গার। আপনারা বাংলার ভাল চান না। আপনারা উত্তরবঙ্গের ভাল চান না। আপনারা দক্ষিণবঙ্গেরও ভাল চান না।”

   

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন , ” আপনাদের এখানে ওই কুসান্ত বাবু আছেন, আর ওদিকে আছে গদ্দার। এরা মনে করে যা বলবে তা-ই করতে হবে। গায়ের জোরে চালাবে।” এখানেই শেষ নয় তিনি এইদিন এনআইএ প্রসঙ্গ টেনেও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন। মুখ্যমন্ত্রী বললেন, ”ওখানে মহিলারা হামলা করেননি। আসলে হামলা করেছে এনআইএ।”