১০ লাখ চাকরি তৈরি, বড় ঘোষণা করেও শঙ্কিত মমতা! কেন ?

বহু প্রতীক্ষিত ২১শে জুলাই-এর মঞ্চে এইবার বিশেষ কোনও চমক না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন মঞ্চ থেকে ঘোষণা করেন যে তাঁর হাতে ১০ লক্ষ চাকরি আছে,…

mamata banerjee

বহু প্রতীক্ষিত ২১শে জুলাই-এর মঞ্চে এইবার বিশেষ কোনও চমক না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন মঞ্চ থেকে ঘোষণা করেন যে তাঁর হাতে ১০ লক্ষ চাকরি আছে, কিন্তু কোনও কারণ বশত সেটা সফল হচ্ছে না। এইদিন বৃষ্টিভেজা ২১শের মঞ্চ থেকে তিনি বিরোধীদের এক সুরে আক্রমণ শানান। শুধু তাই নয়, নিজের দলের কর্মীদের ভবিষ্যৎতের জন্য সতর্ক হতে নির্দেশ দেন। আরও নম্র হতে নির্দেশ দেন।

‘বিত্তমান নয়, বিবেকবান!’ বড় জয়ের পর ২১শের মঞ্চে শৃঙ্খলার পাঠ মমতার

   

প্রসঙ্গত এইদিন তিনি ধর্মতলার মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘‘বিজেপি আন্দোলনে পারে না। আমার কাছে ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে। কিন্তু আমি কিছু করতে গেলে আদালতে ছোটে তারা। কখনও বলছে ২৬ হাজারের চাকরি খাই, কখনও বলছে ৪২ হাজারের চাকরি খাই, কখনও বলছে ওবিসি উঠিয়ে দাও। উঠবে না। আমরা আইনি লড়াই করছি, করে যাব।’’

এখানেই শেষ নয়, মমতার সংযোজন, ”লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা ৬০ হাজার কোটি টাকা খরচ করেছি। স্বাস্থ্যসাথীতে ১০ হাজার কোটি টাকার বিনিময়ে মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি।” একইসঙ্গে মমতা জানিয়ে দেন, ওবিসি ইস্যুতেও কারও চাকরি যাবে না।

ধর্মতলার মঞ্চে দাঁড়িয়েও মমতার হারের হাহাকারে অশনিসংকেত তৃণমূলে?

বক্তব্য শেষ করার সময়ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কী, আপনারা দুর্নীতিতে জড়াবেন না তো, অন্যায়ের সঙ্গে আপস করবেন না তো? ‘ পাশাপাশি তৃণমূলের পুরনো কর্মীদেরও গুরুত্ব দিয়ে দলে সক্রিয় করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন. ‘কাউকে বাদ দিয়ে বা অবহেলা করে নয়। যদি কোনো পুরানো সাথী রাগ করে গিয়ে বসে থাকে, তাহলে তার সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনুন।’