বৃহস্পতিবার সন্ধেবেলায় আচমকা নবান্নে হাজির প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর নবান্নে আগমন ঘিরে দানা বেঁধেছে জল্পনা! তাহলে কী সাংসদে কীভাবে জোর টেক্কা দেওয়া যায়, সেই ফ্লোর প্ল্যান কষতেই নবান্নে প্রাক্তন অর্থমন্ত্রী? যদিও বৈঠকের পরে দু’পক্ষই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইনি। কিন্তু রাজনৈতিক মহলের মতে অষ্টাদশ লোকসভা শুরুর আগে এই রুদ্ধদার বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ।
বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ নবান্নে আসেন কংগ্রেস সাংসদ চিদাম্বরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ বৈঠক হয় বলেই জানা গিয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিদাম্বরমের কী কথা হয়েছে তা নিয়ে অবশ্য প্রকাশ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। প্রবীণ কংগ্রেস নেতাও কোনও প্রতিক্রিয়া দেননি ৷ তবে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের পর আরও একবার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতে শুরু করেছে। এই অবস্থায় কংগ্রেসের দূত হিসাবেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছে বলে সূত্রের খবর। লোকসভার প্রথম অধিবেশনের আগে বিরোধীদের একজোট করতে চিদাম্বরমের এই মমতা-সাক্ষাত বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
মুখ পুড়ল মোদীর! জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
তবে প্রাক্তন অর্থমন্ত্রীর বাংলায় আসা নিয়ে কংগ্রেসের গলার ভিন্ন সুর। চিদম্বরম কলকাতা এসেছেন এমন কোনও খবর আমাদের কাছে নেই বলে জানিয়েছেন এক কংগ্রেস নেতা। তবে, প্রদেশ কংগ্রেসকে না জানিয়ে মমত-চিদম্বরমের এই বৈঠক প্রসঙ্গে বাংলার রাজনীতির কারবারিদের একাংশের ব্যাখ্যা, পশ্চিমবঙ্গের কংগ্রেস মমতার হাত ধরতে নারাজ, বরং তারা মমতার ‘জাতশত্রু’ সিপিএমের সঙ্গে জোট করেই পথ চলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
বিজেপি শাসিত মণিপুরে মৃত্যুর মুখে বাঙালিরা, পাশে দাঁড়াল শিলচর রামকৃষ্ণ মিশন
প্রসঙ্গত, এদিন নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশাসনের শীর্ষকর্তা ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। জমি বেহাত হওয়া থেকে শুরু করে বিদ্যুতের অপচয়, একাধিক বিষয় উঠে এসেছে এদিনের মুখ্যমন্ত্রীর আলোচনায়। নবান্ন সূত্র থেকে এমনটাও জানা গিয়েছে, এদিন দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর কাছ থেকেও উন্নয়নের বিষয় নিয়েও বেশ কিছু পরামর্শ চেয়েছেন মুখ্যমন্ত্রী।