CPIM: অভিষেককে বাঁচাতে ইন্ডি জোট থেকে পিছু হটলেন মমতা: সেলিম

মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রকাশ্যে একলা চলো বার্তাই দিয়েছেন। ইন্ডিজোট নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তৃণমূল একা চলবে লোকসভা ভোটের পরবর্তী সিদ্ধান্ত। কংগ্রেসকে তীব্র নিশানা তৃণমূল…

মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রকাশ্যে একলা চলো বার্তাই দিয়েছেন। ইন্ডিজোট নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তৃণমূল একা চলবে লোকসভা ভোটের পরবর্তী সিদ্ধান্ত। কংগ্রেসকে তীব্র নিশানা তৃণমূল সুপ্রিমোর। বাংলায় কংগ্রেসের সাথে কোন সম্পর্ক নেই জোট নিয়ে কোনো কথাই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ইন্ডিয়ান অ্যালায়েন্স আমাকে একবারও জানায়নি ওরা বাংলায় র‍্যালি করছে”। বাংলায় কংগ্রেসের সাথে কোন রকম ভাগাভাগিতে যেতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট হয়ে গেল। কোন প্রেক্ষিতে এই জোর দাঁড়িয়ে আছে সেটাই বুঝতে পারা যাচ্ছে না এখন।

এ প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলছেন, “ওনার দল এবং উনি বিজেপিকে বাংলায় প্রতিষ্ঠা করেছেন। ‌ তাদের ভীতি প্রতিষ্ঠা করেছেন। সেই রাজ্যে রাহুল গান্ধী ওনাকে আমন্ত্রণ করেনি তা অদ্ভুত কথা শোনাচ্ছে ‌। এ থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া প্রথমে যাই বলুক না কেন আমি আছি, নেই, থাকব। যখন যেরম সুবিধা তিনি সেরম কথা বলছেন। এসব বলে বিজেপিকে বোঝাতে চাইছেন যে ওরা বিজেপির সাথে আছে। কংগ্রেস যা বলছে বলুক অন্যান্যরা যা বলছে বলুক তৃণমূল বিশ্বস্ত সঙ্গীর মতো কাজ করছেন বিজেপির সাথে।”

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “একটা কংগ্রেস দলের আহ্বানে ন্যায়যাত্রা, এর আগে আমাদের যুব ছাত্ররা ইনসাফ যাত্রা করেছিল। ইনসাফ যা ন্যায় ও তাই। গোটা দেশে ও রাজ্যে যা অন্যায় হচ্ছে তার প্রতিবাদে যে লড়াই করছে আমরা তাদের সাথে সামিল। আমরা তাতে সম্মতি জানাচ্ছি। কিন্তু আমাদের শর্ত এ রাজ্যে যারা অন্যায় করছে তৃণমূল কংগ্রেস যে ভোট লুট করল পঞ্চায়েত নির্বাচনে গণনা লুঠ করল, মিথ্যা মামলা করল। যারা ন্যায় -এর জন্য সভা মিছিল মিছিলের অনুমতি দিচ্ছে না তাদের সাথে কোন সম্পর্ক থাকবে না। কংগ্রেসকে ঠিক করতে হবে যে এদের সাথে কখনো কংগ্রেস যাবে না যেমন বিজেপির সাথে কখনো যাবে না।

মহম্মদ সেলিম এনিয়ে কে কটাক্ষ করে বলেন, “যে কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে অভিষেককে ছাড় দেওয়া তাই জন্য এখন এসব কথা বলছে। তাই এখন বিজেপির কোন নেতাই অভিষেককে নিয়ে কোন কথা বলছে না।”