বিদ্যুৎ বিভ্রাটের জেরে অবরোধ! পুলিশের গুলিতে জখম ২

গ্রামের পর গ্রামে বিদ্যুৎ বিভ্রাট। শ্রাবণের শুরুতে ভ্যাপসা গরমে প্রাণ হাঁসফাঁস করছে জনসাধারণের। সেই বিদ্যুৎ বিভ্রাটের জেরে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছিল গ্রামবাসীরা। সেই অবরোধ…

malda

short-samachar

গ্রামের পর গ্রামে বিদ্যুৎ বিভ্রাট। শ্রাবণের শুরুতে ভ্যাপসা গরমে প্রাণ হাঁসফাঁস করছে জনসাধারণের। সেই বিদ্যুৎ বিভ্রাটের জেরে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছিল গ্রামবাসীরা। সেই অবরোধ হঠাতে গিয়ে পুলিশের সঙ্গে প্রথমে বচসা এবং সেই বচসা গড়ায় হাতাহাতিতে। পুলিশের ছোঁড়া গুলিতে জখম হয়েছে দুই অবরোধকারী। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিয়েছে মালদহের মানিকচক এলাকা। ইতিমধ্যে ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্ন।

   

মমতার কড়া সিদ্ধান্তেই জোগান বাড়িয়ে সস্তা হচ্ছে আলু ?

জানা গিয়েছে যে, মালদহের মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েক দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়েরা। সেই অভিযোগেই বৃহস্পতিবার মালদহের মানিকচকে ১০টি জায়গায় অবরোধ করেন স্থানীয়েরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা হামলা করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন অবরোধীকারীদের একাংশ। তখনই পাল্টা গুলি ছোড়ে পুলিশ। তাতে দু’জন আহত হয়েছেন বলে অভিযোগ। গোটা এলাকা এখন ঘিরে রেখেছে পুলিশ বাহিনী।

চোর সন্দেহে মধ্যযুগীয় বর্বরতা, মেয়ের বিরুদ্ধে অভিযোগ, কাটা হল বাবা, মা, ভাইয়ের চুল

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মানুষের প্রশাসনের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পুলিশ। পুলিশের গুলি চালানোর সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, পুলিশের এই পদক্ষেপ কাম্য নয়। তৃণমূল মুখপাত্র তথা কলকাতার কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলেন, ‘‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিভাগীয় তদন্ত হবে অভিযুক্তদের বিরুদ্ধে।’’