১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই সমস্ত লোকাল ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়

রেলযাত্রা (Indian Railways) সবথেকে কম খরচায় আরামদায়ক যাত্রাপথ। বিশেষ করে যাঁরা নিত‌্যদিন অফিসে যান তাঁরা রেলপথকেই বেছে নেন।কিন্তু ট্রেনের (Indian Railways) নিত‌্যযাত্রীদের জন‌্য রয়েছে খারাপ…

Deultali Rail Blockade Disrupts Train Services

short-samachar

রেলযাত্রা (Indian Railways) সবথেকে কম খরচায় আরামদায়ক যাত্রাপথ। বিশেষ করে যাঁরা নিত‌্যদিন অফিসে যান তাঁরা রেলপথকেই বেছে নেন।কিন্তু ট্রেনের (Indian Railways) নিত‌্যযাত্রীদের জন‌্য রয়েছে খারাপ খবর। তবে এক খারাপ খবরের মধ‌্যেও হাওড়া-বর্ধমান কর্ড লাইনের (Indian Railways) পাশাপাশি বাঁকুড়ার জেলার মানুষের জন‌্য রয়েছে খুশির খবর। কারণ বাঁকুড়া-মসাগ্রামের যোগ তৈরি হয়েছে আগেই। চলছে লোকাল।আর এবার সেই লাইনের কাজের জন‌্যই বন্ধ থাকবে বহু লোকাল ট্রেন(Indian Railways)।

   

রেলের বিজ্ঞপ্তি (Indian Railways) বলছে, ১৪ থেকে ১৭ তারিখের মধ্যে বাতিল থাকছে ১২৩৩৭ আপ হাওড়া-শান্তিনিকেতন এক্সপ্রেস। ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে বাতিল থাকছে ১৩০২৭ আপ হাওড়া-কবিগুরু এক্সপ্রেস। ১৪ থেকে ১৭ তারিখের মধ্যে বাতিল থাকছে ১২৩৪৭ আপ হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস(Indian Railways)। একই সময়ে বাতিল ১৩১৮৭ আপ শিয়ালদহ রামপুরহাট এক্সপ্রেসও।

১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত বাতিল থাকছে ১২৩৮৩ আপ শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস। ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত বাতিল থাকছে ১৩১৭১ আপ শিয়ালদহ-সিউরি মেমু এক্সপ্রেস। একই সময়ে বাতিল থাকছে ১৩০১৭ আপ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস।