বছরের প্রথম বড় অগ্নিকান্ড কলকাতায়। শতাধিক বস্তি বাড়ি ছাই। চেতলায় হাজার হাজার মানুষের হাহাকার। চেতলায় ভয়াবহ আগুন (Chetla)। চেতলার লকগেটের কাছে বস্তিতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় প্রায় শতাধিক ঝুপড়ি। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের শিখায় রীতিমত চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
বুধবার রাতে চেতলার লকগেটের কাছে ঝুপড়ি বা বস্তিতে ভয়ঙ্কর আগুন লাগে। প্রায় ৪-৫ ঘণ্টার শেষে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রায় ১০০ র উপর ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর আজ বৃহস্পতিবারের পরিস্থিতি এই যে প্রায় সবাই ঘরছাড়া এই শীতকালে।
ঘটনা জানার সঙ্গে সঙ্গেই স্থানীয় পৌরপিতা অর্থাৎ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান। ভোর ৫;৩০ টা পর্যন্ত মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে ছিলেন। আগুন নেভার পরেই তিনি ঘটনাস্থল ছাড়েন।
বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে স্থানীয় বিভিন্ন ক্লাবে, যাদের ঘর পুড়ে গেছে, তাদেরকে থাকার এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার জন্য এলাকার মানুষ বলছেন যে ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে।