Kolkata: তপসিয়ায় ফের আগুন

representative fire image
fire

বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। এদিন সকালে তপসিয়া এলাকার একটি রবারের গুদামে আচমকাই আগুন লেগে যায়। স্থানীরা দেখতে পান, ওই গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১০টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। ওই গুদামের পাশেই একটি বহুতল আছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আগুন ছড়িয়ে পড়তে পারে। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

   

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন রয়েছে। প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে। আতঙ্কে স্থানীয়রা বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। গুদামের পাশের বহুতল তড়িঘড়ি খালি করে দেওয়া হয়েছে। কারণ আগুন যদি ওই বহুতলে কোনওভাবে লেগে যায়, তবে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।

ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। দমকল সূত্রে খবর, গুদামের মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পরই ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন