Loksabha election 2024 :ইডিকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে প্রচারে ব্যস্ত মহুয়া মৈত্র

ইডির সমনকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি প্রচারে ব্যস্ত কৃষ্ণনগরের তৃনমূল প্রার্থী মহুয়া মৈত্র। বিদেশী মুদ্রা সংক্রান্ত লেনদেন মামলায় ইডির ডাকে তিনি দিল্লি যাচ্ছেন না বলে…

Mahua Moitra

ইডির সমনকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি প্রচারে ব্যস্ত কৃষ্ণনগরের তৃনমূল প্রার্থী মহুয়া মৈত্র। বিদেশী মুদ্রা সংক্রান্ত লেনদেন মামলায় ইডির ডাকে তিনি দিল্লি যাচ্ছেন না বলে জানা গিয়েছে।এর আগেও একবার তিনি ইডির নির্দেশকে গুরুত্ব না দিয়ে হাজিরা দেননি। এই নিয়ে পরপর দুবার তিনি হাজিরা এড়ালেন।

ভোটের প্রচারে ব্যস্ত থাকায় তিনি আজ দিল্লি যাচ্ছেণ না বলে জানান। শুধু তাই নয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ” আমি আমার কাজ করছি, ইডি তার করুক।” বৃহস্পতিবার তিনি কালিয়াগঞ্জ এলাকায় প্রচারে বেরোন। তাঁকে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দেখা গিয়েছে। হুডখোলা গাড়িতে কিছুটা পথ এবন কিছুটা পথ হেঁটে প্রচার সারেন। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ” শুনেছি উনি নাকি ভিড় সহ্য করতে পারেন না। ভিড় ঠেলে তিনি মানুষের পাশে নামুন। এলাকা ঘুরে দেখুন।”

   

 

উল্লেখ্য তাঁর এই ইডির হাজিরা এড়িয়ে যাওয়া কি আদেও সঠিক সিদ্ধান্ত? অতীতে যারাই হাজিরা এড়িয়ে গিয়েছেন তারাই বিপদের সম্মুখীন হয়েছে। সেই একই বিপদ কি মহুয়া মৈত্রের জন্য অপেক্ষা করছে? সময়ই তার জবাব দেবে।