ভোট মিটে যাওয়ার পরে আবার স্বমহিমায় ফিরলেন মদন মিত্র। তবে এবার বিরোধী দলের কর্মীকে নয়, উপরন্তু নিজের দলের সবচেয়ে জনপ্রিয় সাংসদকেই হুঁশিয়ারি দিলেন কামারহাটির দাপুটে বিধায়ক। সম্প্রতি এক রেস্তরাঁর মালিককে মারধরের ঘটনায় অভিযুক্ত বিধায়ক অভিনেতা সোহমের সমালোচনা করেন দেব। আর তারপরেই খুল্লাখুল্লা তাঁকে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।
মদন মিত্রের দাবি, সমালোচনার নামে আসলে ‘দাদাগিরি’ করছেন দেব। রাজনীতিতে দেব অতিসক্রিয় হয়ে উঠছেন বলেও কটাক্ষ করেছেন মদন। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে,”পশ্চিমবঙ্গে আমার দেখা বিধায়ক এবং শিল্পীদের মধ্যে সবচেয়ে ভাল মানুষ সোহম চক্রবর্তী। কখনও সীমা ছাড়ায় না। ওর বাড়িতে যাই, একসঙ্গে খাওয়াদাওয়াও করি। ওর দোষ হল, ও নিতান্তই নিরীহ একজন যুবক, যে নিজের তালজ্ঞান ঠিক রাখতে পারেনি। সোহমকে মারতে দেখে খারাপ লাগছে আমার। এই সোহমকে আমি দেখিনি। সোহমের পাশে দাঁড়ানো নয়, ভুল করেছো, ক্ষমা চেয়ে নাও না বলে কঠিন সমালোচনা করেছেন দেব। ওটা দাদাগিরি হয়ে গেল।”
শুধু তাই নয় দেবকে পরামর্শ দিয়ে মদন বলেন, ” “দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো! সিনেমায় তুমে এক নম্বর। আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমাক পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এতে তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। সোহমকে কিছু বলার দরকার হলে দল আছে, সংসদীয় দল আছে, কোর কমিটি আছে, অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।” দলের অন্দরেই এই কটাক্ষ নিয়ে সমালোচনা করতে ছাড়েনি বিরোধীরা।