উৎসব-আনন্দের সময় তো বটেই, বছরভর নানাভাবে জনসংযোগে ব্যস্ত থাকতেই দেখা যায় তাঁকে। সেইসঙ্গে সাংস্কৃতিক চর্চাও। তাই তাঁর বন্ধুবৃত্তটা ঠিক বিশেষ কোনও রাজনৈতিক মহলের মধ্যে আটকে নেই। বিরোধী শিবিরের নেতানেত্রীদের সঙ্গে মাঝেমধ্যেই দেখা যায়। তা নিয়ে বিতর্কও কম হয় না।
তবে সেসবকে থোড়াই কেয়ার করে তিনি নিজের কাজে ডুবে থাকেন। বলা হচ্ছে তৃণমূলের জনপ্রিয় বিধায়ক মদন মিত্রর কথা। এবার তিনি হাজির একদা বন্ধু শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে।
শোভন-বৈশাখী জুটিকে নিয়ে গুঞ্জন শোনা যায় সর্বদাই। মদন মিত্রকে নিয়েও কম চর্চা হয় না। এবার আলোচনার কেন্দ্রে এই ত্রয়ী। শোভন বৈশাখী-মদন।
নতুন করে গুঞ্জনের রসদ জোগাল এক ফ্রেমে তিনজনকে দেখে। দেখা গেল শোভন-বৈশাখীর ফ্ল্যাটে ষষ্ঠীর সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন মদন মিত্র। তিনি ফ্ল্যাটের কলিং বেল বাজাতেই অবাক বৈশাখী! প্রাথমিক চমক কাটিয়ে একেবারে আহ্লাদে আটখানা তিনি। সাদর আমন্ত্রণ জানালেন নিজেদের বাড়িতে।