ভোটের মুখে ফের সক্রিয় মদন, পাল্টা ধুয়ে দিলেন দিলীপ ঘোষ

লোকসভা ভোটের মুখে ফের চেনা ছন্দে ফিরলেন মদন মিত্র। আগামীকাল লোকসভা ভোটের শেষ দফার ভোট আর সেই ভোটের আগে বাংলায় দেখা ফের দুই প্রবীণ রাজনীতির…

dilip ghosh and madan mitra

লোকসভা ভোটের মুখে ফের চেনা ছন্দে ফিরলেন মদন মিত্র। আগামীকাল লোকসভা ভোটের শেষ দফার ভোট আর সেই ভোটের আগে বাংলায় দেখা ফের দুই প্রবীণ রাজনীতির দ্বন্দ্ব। প্রসঙ্গত বেশ কিছুদিন অসুস্থ ছিলেন মদন মিত্র। কিন্তু লোকসভা ভোটের আগে আবার জেগে উঠলেন তিনি। শুধু তাই নয়, মদন মিত্রের মুখে ভোটের মিক্সচার দেওয়ার কথা। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বেফাঁস মন্তব্য করলেন তিনি। আর এই নিয়েই মদনের পাল্টা দিলেন দিলীপ ঘোষ।

কামারাহাটির বিধায়ক বলেছেন, ‘দমদম মানে দাওয়াই, ধোলাই তো বলছি না। তৃণমূল কর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে।’এখানেই শেষ নয় তিনি আরও বললেন, ” বললেন, ‘আমি যদি বলি দমদম ধোলাই হবে, সে তো অসংসদীয় হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি। যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে ৫২ ডিগ্রি গরম হয়েছে, এখানেও প্রায় ৩৫-৩৬ হয়ে গেছে, তোমরা ওআরএস খাও। তেমনি দাওয়াইয়ের জন্য নিশ্চিত থাকতে পার, তৃণমূল কর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে। কোন মিক্সচার কোথায় দিতে হবে।

   

এই কথার পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। ওনার কথায় ‘উনি এখনও আছেন? কীরকম বলে আছেন এবং বেঁচে আছেন এটা দেখাবার চেষ্টা করেন। পশ্চিমবাংলায় এবারে ভোট দিচ্ছে পরিবর্তনের জন্য, মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে, তার জন্য সবচেয়ে বড় যোগদান আমরা এখান থেকেই করব। আর সেই দিশাতেই ভোট হবে। তৃণমূল তো রাস্তায় নামতে চাইছে না। মদন মিত্রদের মতো লোক দেখলে কি আর ভোট দিতে যাবে, না উনি মন্তব্য করলে কোনও লাভ হবে।

কেন্দ্রীয় বাহিনী নিয়েও বেফাঁস মন্তব্য করেন মদন মিত্র। মদন মিত্র বলেছেন, ‘কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে, ওই লম্বা লম্বা লাঠি দিয়ে পেটাবে, আর টমিগান আর স্টেইনগান দেখিয়ে, তারপরে এসে আমাদের স্টলে বলবে ওআরএস দাও, তা কি হয় নাকি। কেন্দ্রীয় বাহিনী ভদ্র ব্যবহার করুক, ভাল ব্যবহার করুক, লাঠিফাটি চালাবার চেষ্টা করলে, অযথা গায়ে হাত দিলে, সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে।’ পাল্টা দিলীপের তোপ, ‘উনি জানেন কেন্দ্রীয় বাহিনী কী করতে পারে, যা হাতে আছে সব চালাতে পারে। গতবারে দেখেছেন। সেই জন্য এইসব উল্টোপাল্টা বকে লাভ নেই। গণনা হয়ে যাক, সব হিসেব হয়ে যাবে।