আজ থেকেই নিয়ম বদল! প্রত্যেকদিন নির্দিষ্ট ৬ ঘণ্টা বন্ধ মা ফ্লাইওভার, বিকল্প রুট কী?

কলকাতার দক্ষিণ অংশের সঙ্গে পূর্বের যোগাযোগের অন্যতম মাধ্যম মা ফ্লাইওভার। দিনে-রাতে ব্যস্ত সময়ে এই ফ্লাইওভারে গাড়ির মারাত্মক চাপ থাকে। ট্রাফিক সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।…

Maa flyover will be closed for 6 hours at night from today for renovation work know alternative routes , আজ থেকেই নিয়ম বদল! প্রত্যেকদিন নির্দিষ্ট ৬ ঘণ্টা বন্ধ মা ফ্লাইওভার, বিকল্প রুট কী?

কলকাতার দক্ষিণ অংশের সঙ্গে পূর্বের যোগাযোগের অন্যতম মাধ্যম মা ফ্লাইওভার। দিনে-রাতে ব্যস্ত সময়ে এই ফ্লাইওভারে গাড়ির মারাত্মক চাপ থাকে। ট্রাফিক সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এ হেন গুরুত্বপূর্ণ ফ্লাইওভার প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকবে। এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। লালবাজার জানিয়েছে, সেই সময়টুকুর জন্য সল্টলেক ও পূর্ব কলকাতা থেকে আগত মা ফ্লাইওভারমুখী গাড়িগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি, এজেসি বোস ফ্লাইওভার থেকে আগত গাড়িগুলিও বিকল্প রুটে পাঠানো হবে।

কোন সময়ে বন্ধ মা ফ্লাইওভার?

   

মা ফ্লাইওভারে হবে সংস্কার কাজ। চলবে রংয়ের কাজও। সে জন্য আজ (৮ অগস্ট, ২০২৪) রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত মা ফ্লাইওভার বন্ধ থাকবে।

বিকল্প রুট-  

মা ফ্লাইওভার বন্ধ থাকায় বেশ কিছু গাড়ির রুট বদল করা হচ্ছে। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব কলকাতা ও সল্টলেকের দিক থেকে আসা মা ফ্লাইওবারগামী গাড়িগুলিকে বাইপাস, পরমা আইল্যান্ড, পি সি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ দিয়ে ঘোরানো হবে। এই রুট দিয়ে এসে তারা এজেসি বোস ফ্লাইওভার ধরবে।

মমতার মন্ত্রিসভায় বড় রদবদল, দায়িত্ব বাড়ল তিন মন্ত্রীর, দফতর বদলাল এক’জনের

যে সমস্ত পূর্বমুখী গাড়িগুলি এজেসি বোস ফ্লাইওভার থেকে মা ফ্লাইওভারের দিকে আসবে, তারা সেভেন পয়েন্ট ক্রসিং, সুরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, ৪ নম্বর ব্রিজ, পি সি কানেক্টর হয়ে ইএম বাইপাস ধরবে।

কবে পর্যন্ত এই ব্যবস্থা চলবে?

কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন রাতেই বন্ধ রাখা হবে মা ফ্লাইওভার। পুলিসের দেওয়া বিজ্ঞপ্তিতে কাজ শেষের দিনক্ষণের উল্লেখ নেই।

ডিজিটাল মিডিয়ায় কাজের সুবর্ণ সুযোগ