ভোট বাজারে ঝপ করে কমল রান্নার গ্যাসের দাম, জানুন নতুন রেট

মাসের শুরুতেই স্বস্তির নিশ্বাস ফেললেন সাধারণ দেশবাসী। বলা ভালো, এক কথায় পোয়া বারো হল সাধারণ মানুষের। এক ধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম। হ্যাঁ ঠিকই…

Gas cylinder

মাসের শুরুতেই স্বস্তির নিশ্বাস ফেললেন সাধারণ দেশবাসী। বলা ভালো, এক কথায় পোয়া বারো হল সাধারণ মানুষের। এক ধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। শনিবার সকাল সকাল দাম কমানো হল এলপিজি গ্যাস (LPG Gas Cylinder) সিলিন্ডারের দাম।

জানা গিয়েছে, সরকারি তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছে। পাশাপাশি স্বস্তি দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলোকে। কারণ জেট ফুয়েলের দামও কমেছে। যে কারণে বিমানের টিকিটের দামও কমতে পারে। এলপিজি সিলিন্ডার এবং জেট ফুয়েলের নতুন দাম আজ অর্থাৎ ১ জুন থেকে কার্যকর হয়েছে। সরকারি তেল বিপণন কোম্পানিগুলো সকাল ৬টায় জানায়, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এর আওতায় সিলিন্ডার প্রতি দাম কমেছে ৬৯.৫০ টাকা। এই অর্থে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার ১৬৭৬ টাকায় মিলবে।

   

মুম্বইতে ৬৯.৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬২৯ টাকায়, চেন্নাইয়ে গ্যাসের দাম ৭০.৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮৪০.৫০ টাকায় এবং কলকাতায় গ্যাসের দাম ৭২ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭৮৭ টাকায়। তবে ঘরোয়া রান্নার সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এদিকে সরকারি তেল বিপণন সংস্থাগুলিও (ওএমসি) জেট ফুয়েলের দাম কমিয়েছে। এমন পরিস্থিতিতে শিগগিরই সুখবর পেতে পারেন যাত্রীরা। কারণ ওএমসিগুলি এটিএফের দাম প্রতি কেজি লিটারে ৬৬৭৩.৮৭ টাকা কমিয়েছে। নতুন হার আজ থেকেই প্রযোজ্য। সর্বশেষ ১ মে প্রতি কিলোলিটারে জেট ফুয়েলের দাম ৭৪৯.২৫ টাকা বাড়ানো হয়েছিল। এপ্রিলে দাম কেএল প্রতি ৫০২.৯১ টাকা এবং মার্চে প্রতি কিলোলিটার ৬২৪.৩৭ টাকা বাড়ানো হয়েছিল।