২৬ এপ্রিল শুক্রবার লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮৮ টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর আগে এই পর্বে ৮৯টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বহুজন সমাজ পার্টির একজন প্রার্থীর মৃত্যুর পর মধ্যপ্রদেশের বেতুলে ভোটগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ বাংলায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ। রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত মোটের ওপর শান্তিপূর্ণ বলে দাবি করলেও তৃণমূল মানতে নারাজ। এইদিন ভোটগ্রহণ শুরু হতেই তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তৃণমূলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে বিজেপি।
বিজেপিকে ভোট দিলে সাদা থান পরিয়ে দেওয়ার হুমকি দিল তৃণমূল! এমনই অভিযোগ পাওয়া গিয়েছে বিজেপির তরফে। ঘটনাটি চোপড়ার ঘির্নিগাঁও এলাকায়। মহিলা ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এইদিন সকালে ওই মহিলা ভোট দিতে গেলে তৃণমূলের তরফে এমনই হুঁশিয়ারি দেওয়া হয়। মহিলা এই ঘটনায় বিস্মিত হয়েছে। যদিও তিনি বা তাঁর স্বামী তৃণমূলের সমর্থক কিনা সেই বিষয়ে আপাতত কিছু জানা যায়নি কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত তৃণমূল বিভিন্ন ইস্যুতে কমিশনে ৬০টি অভিযোগ দায়ের করেছে। বালুরঘাট এবং রায়গঞ্জে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। আবার পাল্টা বিজেপির অভিযোগ তৃণমূল ভোটারদের ঘুষ দিচ্ছে। সকাল থেকে বেশ কিছু ইভিএম খারাপ থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে আপাতত ভোট মোটের ওপর শান্তিপূর্ণ।