Lok Sabha Election: ভোটের আগে বিরাট ভাঙন! উত্তর কলকাতায় তৃণমূল ছাড়লেন কয়েক’শো কর্মী

১ জুন উত্তর কলকাতা কেন্দ্রে ভোট (Lok Sabha Election)। তার দু’সপ্তাহ আগে তৃণমূলে বিরাট ভাঙন। উত্তর কলকাতার ৬২ নম্বর ওয়ার্ডে তৃণমূল ছেড়ে ২০০-র বেশি কর্মী…

leader-of-opposition-suvendu-adhikari-leaks-sensational-information-about-chief-minister-mamata-banerjee

১ জুন উত্তর কলকাতা কেন্দ্রে ভোট (Lok Sabha Election)। তার দু’সপ্তাহ আগে তৃণমূলে বিরাট ভাঙন। উত্তর কলকাতার ৬২ নম্বর ওয়ার্ডে তৃণমূল ছেড়ে ২০০-র বেশি কর্মী যোগ দিলেন কংগ্রেসে। শুক্রবার ‘জোড়াফুল’ ছেড়ে ‘হাত’ ধরেন তাঁরা। ভোটের (Lok Sabha Election) আগে একসঙ্গে এত কর্মী দল ছাড়ায় স্বভাবতই অস্বস্তিতে রাজ্যের শাসকদল। মুখে যদিও সেকথা স্বীকার করেনি তৃণমূল নেতৃত্ব।

দলবদল করা কর্মীদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু। ফলে প্রশ্ন উঠছে, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কি তাহলে চিড় ধরছে? বরাবরই তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলে বিজেপি, সিপিএম সহ রাজ্যের বিরোধী দলগুলি। সেখানে দাঁড়িয়ে খাস কলকাতায় তৃণমূল সংখ্যালঘু কর্মীরা দল পরিবর্তন করায় স্বভাবতই নানা প্রশ্ন সামনে আসছে।

   

রাজ্যের ৪২টি আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হল উত্তর কলকাতা। এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপি টিকিট দিয়েছে বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়কে। কয়েক মাস আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস। আর বাম-কংগ্রেস জোটের তরফে ভোটে লড়ছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।

Mamata Banerjee: এবার ‘ঘরের মাঠে’র খেলায় বড় তোড়জোড় মমতার, বিশেষ পরিকল্পনা অভিষেকের জন্য

আগামী ১ জুন, সপ্তম দফায় উত্তর কলকাতা কেন্দ্রে ভোটগ্রহণ। ওইদিন রাজ্যের আরও ৮টি আসনে ভোট রয়েছে। সেগুলি হল – বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর (এসসি), মথুরাপুর (এসসি), ডায়মন্ড হারবার, যাদবপুর এবং কলকাতা দক্ষিণ।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বিরাট ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিন কয়েক আগে বাঁকুড়াতেও তৃণমূলে ভাঙন ধরে। বাঁকুড়ার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রামের ৩টি পরিবার থেকে মোট ১২০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। দলবদলকারীদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। যদিও তৃণমূলে দাবি, সবটাই নাটক।