বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ কলকাতায়

কলকাতার একাধিক এলাকায় বুথ দখল (Lok Sabha Election) করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! সপ্তম দফার ভোটের দিন এই অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বেহালা…

lok-sabha-election-west-bengals-9-seat-increase-in-voting-percentage-compared-to-the-previous-report

কলকাতার একাধিক এলাকায় বুথ দখল (Lok Sabha Election) করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! সপ্তম দফার ভোটের দিন এই অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বেহালা পশ্চিম, খিদিরপুর এবং গার্ডেনরিচের একাধিক বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল। কার্যত দর্শকের ভূমিকা পালন করছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

শুধু বিজেপি নয়, কংগ্রেসের তরফেও একই অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছে কংগ্রেস। বিজেপির অভিযোগ, বেহালা পশ্চিমের ১২৭ নম্বর ওয়ার্ডের ২১২, ২১৩, ২১৪, ২৪১, ২৪২, ২৬৪ এবং ২৬৫ নম্বর বুথে ছাপ্পা চলছে। খিদিরপুর এবং গার্ডেনরিচের একাধিক বুথেও ছাপ্পা চলছে।

   

আজ, শনিবার সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সেগুলি হল – বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সব কটি আসনই তৃণমূলের ঝুলিতে গিয়েছিল। তৃণমূলের গড়ে এবার পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। একই সঙ্গে হারানো জমি ফিরে পেতে তৎপর বামেরাও।

‘বোরখা পরে ফলস ভোট দিচ্ছে’, চাঞ্চল্যকর অভিযোগ সিপিএম প্রার্থী সায়রার

দক্ষিণবঙ্গের এই আসনগুলিতে লড়াই তাই হাড্ডাহাড্ডি। আগের দফাগুলিতে বিক্ষিপ্ত গন্ডগোল হওয়ার এবারে সতর্ক কমিশন। ভোট শান্তিপূর্ণ করতে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে শেষ দফার নির্বাচনে। সপ্তম দফার ৯ আসনে মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।

বাংলায় এখন রয়েছে মোট ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে আজ, সপ্তম দফার ভোটে ব্যবহার করা হচ্ছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বে। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের নিরাপত্তায় ১৩ হাজার পুলিশও মোতায়েন করা হয়েছে।

তৃণমূলের বুথ অফিস ভেঙে গুড়িয়ে দিল আইএসএফ

সপ্তম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে বাংলায়। শনিবার রাজ্যের ৯ কেন্দ্রে কুইক রেসপন্স টিমের সংখ্যা ১৯৫৮। এর মধ্যে কলকাতায় থাকছে ৬০০ কুইক রেসপন্স টিম। এর আগে কোনও দফায় এত সংখ্যক কুইক রেসপন্স টিম ছিল না। কমিশনের দাবি, এবার মাত্র ১৫ মিনিটে স্পটে পৌঁছে যাবে কিউআরটি।