Locket Chatterjee: প্রচারে বেরিয়ে রান্না করলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি

টলিউডে দীর্ঘ সময় কাটানোর পর লোকসভা এবং বিধানসভা মিলিয়ে তিনটি ভোটে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবারেও ভোটের ময়দানে হাজির হয়ে হুগলি কেন্দ্রের প্রচারে বেরিয়ে…

Locket chatterjee

টলিউডে দীর্ঘ সময় কাটানোর পর লোকসভা এবং বিধানসভা মিলিয়ে তিনটি ভোটে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবারেও ভোটের ময়দানে হাজির হয়ে হুগলি কেন্দ্রের প্রচারে বেরিয়ে ঝড় তুলছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ তার কাছে চতুর্থ দিনের নির্বাচনী প্রচার।আজ মঙ্গলবার পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান লকেট। সেখানে গ্রামের মানুষের সঙ্গে জন সংযোগ করেন। রাজহাট এলাকায় ওলাবিবি তলায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিজেপি প্রার্থী।চৈত্র মাসের এই সময় থেকে রাজহাট ওলাবিবি তলায় অনুষ্ঠিত হয় রান্নাপুজো উৎসব। বহু প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই রান্নাপুজো উৎসব। সেখানে জমায়েত হয় বহু মানুষ। রীতি অনুযায়ী গ্রামের মানুষ ওলাবিবিতলার পাশের বাগানে রান্না করেন। সেখানেই খাওয়া দাওয়া করেন। তাদের সাথে মিশেজান নেত্রী । খুন্তি, কড়াই ধরলেন লকেট চট্টোপাধ্যায়। হাঁটু মুড়ে বসে রান্নাও করলেন সকলের সঙ্গে।পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচারে গ্রামের মানুষের সঙ্গে দেখা করেন তিনি।

তবে লকেট চট্টোপাধ্যায় রাজনৈতিক কর্মকাণ্ডে বেশ এগিয়ে আছেন বলাযায় । কারন রাজনীতির সঙ্গে তিনি বেশ কিছুদিন যুক্ত। ওলা বিবিতলা থেকে প্রার্থনা করে বেরিয়ে সেখানেই পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায়। গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন। মহিলাদের সঙ্গে রান্নার বিষয় নিয়ে কথা বলেন। তারপরই রান্নায় হাত লাগান প্রার্থী । হাঁটু মুড়ে বসে শুরু করেন রান্না। খোলা জায়গায় মাটির উনুন তৈরি হয়েছে। কাঠের জ্বালে সেই রান্না হয়।সেই মাটির উনুনের উপরে কড়াই রয়েছে। লকেটও রান্না করতে শুরু করেন। বেশ কিছুটা সময় সেখানে কাটান বিজেপি প্রার্থী।সেখানে লকেটকে দেখতে ভিড় জমে যায়। ছেলে মেয়েদের আবদারে তাদের সঙ্গে সেলফি তোলেন বিজেপির তারকা প্রার্থী। তার এই প্রচার কতটা সফলতা এনেদেবে লোকসভা নির্বাচনে সেটাই দেখার বিষয়।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News