দুর্ঘটনার জেরে বাতিল বেশ কিছু ট্রেন! রইল তালিকা

   ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল করা হল বেশ কিছু ট্রেন। রেল সূত্রে খবর, প্রায় কুড়িটি ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কতগুলি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন…

which coach and seats are safest in Indian Railways train, রেল সফরে আতঙ্ক? জানুন ট্রেনের কোন কামরা ও আসনে ঝুঁকি কম
  

ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল করা হল বেশ কিছু ট্রেন। রেল সূত্রে খবর, প্রায় কুড়িটি ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কতগুলি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

রেলের সূত্রে জানানো হয়েছে, নিম্নলিখিত ট্রেনগুলো বাতিল করা হয়েছে-

   

১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস
২০৫০৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
১২৪২৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
০১৬৬৬ আগরতলা-রানি কমলাপাতি স্পেশাল ট্রেন
১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
০৬১০৫ নাগেরকোল জং-ডিব্রুগড় স্পেশাল
২০৫০৬ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
১২৪২৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত
১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার নর্থইস্ট এক্সপ্রেস
১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস
২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত
১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস
১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস
১৫৬৩৬ গুয়াহাটি-ওখা এক্সপ্রেস
১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তামব্রম এক্সপ্রেস
১৩১৪৮ বামণহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেসও

অন্যদিকে বেশ কতগুলো ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে,১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, ০৬১০৫ নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশাল,২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইনে। এছাড়াও ১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস, ২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশাল ঘুরিয়ে দেওয়া হবে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওযা হয়েছে।