পঞ্চায়েত ভোটে রাজ্য রক্তাক্ত, শান্তির দাবিতে মিছিল

কলকাতায় শান্তি মিছিল। বাম কংগ্রেস আইএসএফের সমর্থকরা রাস্তায়। মনোনয়ন পর্বকালীন সময় থেকে গোটা রাজ্য জুড়ে যে পঞ্চায়েত হিংসা, সন্ত্রাস ছড়িয়েছে। খুন হয়েছে ৪৮। তার প্রতিবাদে…

কলকাতায় শান্তি মিছিল। বাম কংগ্রেস আইএসএফের সমর্থকরা রাস্তায়। মনোনয়ন পর্বকালীন সময় থেকে গোটা রাজ্য জুড়ে যে পঞ্চায়েত হিংসা, সন্ত্রাস ছড়িয়েছে। খুন হয়েছে ৪৮। তার প্রতিবাদে বাম-কংগ্রেসেপ একজোট হয়ে ধর্মতলায় প্রতিবাদ মিছিল।

Advertisements

ধর্মতলা থেকে এন্টালি পর্যন্ত এই মিছিলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে এই মিছিলে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিত্র সহ শীর্ষ নেতারা। এছাড়াও উপস্থিত রয়েছেন কংগ্রেস ও আইএসঅফ নেতা, কর্মী সমর্থকরা।

বিজ্ঞাপন

বিমান বসু জানিয়েছেন, “আজ আমরা যারা বিজেপি ও তৃণমূল বিরোধী তারা আমরা সবাই মিলিত ভাবে এই ধিক্কার মিছিলে সামিল হতে চাই। আমাদের আগে থেকে সংবাদ দেওয়া হয়েছিল যে কংগ্রেস থাকবে। এবং আইএসএফ থাকবে। আমরা সকলে আজ একসঙ্গে ধিক্কার মিছিল করছি”।

কলকাতায় বামফ্রন্ট ও কংগ্রেসের তরফে মিছিলের সময় খবর আসে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের বিস্ফোরণ ঘটেছে। চালতাবেড়িয়ায় বোমা ফেটে আহত চার। আহতরা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি। ঝলসে গিয়েছে অনেকে। বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ হয়েছে। ঘটনার ভয়াবতা এতটাই প্রবল যে আহতদের কারও হাত, পা, কারও মুখ, কারও শরীরে বীভৎসভাবে পুড়ে গিয়েছে। চকমরিচা গ্রামে বিস্ফোরণের ঘটনায় ১০ জন জখম সকলেই আইএসএফ কর্মী বলে তৃণমূল কংগ্রেসের দাবি।