Weather Update: রাজ্যজুড়ে বৃষ্টির বার্তা, হবে তীব্র ঝড়

খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জামাইষষ্ঠীর দিন রাজ্যজুড়ে নামতে পারে বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবারের পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে যে আজ থেকেই…

খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জামাইষষ্ঠীর দিন রাজ্যজুড়ে নামতে পারে বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবারের পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে যে আজ থেকেই জেলাজুড়ে শুরু হতে পারে বৃষ্টি, সঙ্গে বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

মঙ্গলবার আকাশ কালো করে ঝড় হলেও কলকাতায় গরম সেভাবে কমেনি। এরমধ্যেই বুধবার সকালে আবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়ে অফিস।

আবহবিদেরা জানিয়েছেন, বৃৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। ২৪ মে থেকে শুরু হয়ে এই বৃষ্টি চলবে ২৯ মে পর্যন্ত। অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের ২৩টি জেলায় এই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর কারণ বিহার এবং তদসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের উপস্থিতির। ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে ক্রমাগত।

এই ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে আগামী তিন দিন রাজ্য জুড়ে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে।