La. Ganesan : রাজ্যে এলেন রাজ্যপাল গনেশান

রাজ্যে নবনিযুক্ত রাজ্যপাল এল এ গনেশন (La. Ganesan) কলকাতা এলেন। তিনি বিকেল ৫ টা ২১ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যসচিব…

রাজ্যে নবনিযুক্ত রাজ্যপাল এল এ গনেশন (La. Ganesan) কলকাতা এলেন। তিনি বিকেল ৫ টা ২১ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমকলমন্ত্রী সুজিত বসু। এখবর জানাাচ্ছে আকাশবাণী সংবাদ।

রাজ্য পুলিশের তরফে গান স্যালুট দিয়ে অভিবাদন জানানো হয়। এরপর রাজভবনের উদ্দ্যেশ্যে রওনা দেন রাজ্যের নতুন রাজ্যপাল এল এ গনেশান।

গনেশান মণিপুরের রাজ্যপাল। তিনি পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত হয়েছেন। এ রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। তিনি উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থী। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন গনেশান।

প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত ছিল চরমে। বিভিন্ন ইস্যুতে ধনখড় বারবার তৃ়ণমূল কংগ্রেস ও মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ ও সমালোচনা করতেন। ধনখড়-মমতা সংঘাতের রেশ ধরে এল এ গনেশান কি সংঘাত আবহ বজায় রাখবেন এই প্রশ্ন রাজনৈতিক মহলে।

পশ্চিমবঙ্গে অতিরিক্ত দায়িত্বের পাশাপাশি গনেশান মণিপুরের রাজ্যপাল। মণিপুরে ক্ষমতাসীন বিজেপি। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে গনেশানের কোনও সংঘাত নেই। 

এদিকে উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী ধনখড় ভোট চাইতে তৃ়ণমূল কংগ্রেসের কাছে আসবেন বলে জানা যাচ্ছে। রাষ্ট্রপতি পদে নির্বাচন ঘিরে দিনভর বিতর্কের মাঝে এবার উপরাষ্ট্রপতি ভোট নিয়ে বিতর্ক দানা বাধতে চলেছে।