Kuntal Ghosh: গোপাল মারফত পার্থকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়েছিল কুন্তল

নিয়োগ দুর্নীতিতে (West Bengal SSC Scam) অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখোমুখি তাপস মণ্ডল ও গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য হাতে পেল ইডি।

Kuntal Ghosh

নিয়োগ দুর্নীতিতে (West Bengal SSC Scam) অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখোমুখি তাপস মণ্ডল ও গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য হাতে পেল ইডি। ইডি সূত্রে খবর, গ্রেফতারের পর কুন্তল দাবি করেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে ১৫ কোটি টাকা দিয়েছিল সে। এই ঘটনার সাক্ষী গোপাল দলপতি৷ সেই তথ্য যাচাই করতে মঙ্গলবার তলব করা হয়েছিল গোপাল এবং তাপসকে।

ইডি সূত্রে খবর, কুন্তলের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে বিষয়টি অস্বীকার করেছে গোপাল। গোপালের বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কোনও টাকাই তিনি পৌঁছে দেননি। একইসঙ্গে দীর্ঘ জিজ্ঞাসাবাদে কুন্তলের সমস্ত যুক্তি খণ্ডন করেছেন তিনি। তাহলে কুন্তল চাকরি প্রার্থীদের বাকি টাকা কার কাছে পৌঁছে দিয়েছে? সেই প্রশ্ন ঘিরে নতুন করে জট পাকাতে শুরু করেছে।

অন্যদিকে, ইডির কাছে গোপাল দাবি করেছে ২০১৬ সালে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মাধ্যমেই কুন্তলের সঙ্গে তাঁর পরিচিতি হয়েছিল৷ কুন্তলের নির্দেশেই নিয়োগ দুর্নীতিতে একাধিক কাজ করেছে সে৷ এর পরিবর্তে গোপালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল। সেই সমস্ত ইডির সামনে তুলে ধরতে রাজি হয়েছে গোপাল। এমনটাই খবর ইডি সূত্রে৷

পাশাপাশি, কুন্তলের পর ইডির সন্দেহের তালিকায় আরও এক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এমনকি কুন্তলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে কুন্তল ও শান্তনুর মোবাইলের সূত্র ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি নথিও খতিয়ে দেখা হয়েছে। সব মিলিয়ে, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের ভূমিকা এখনও ইডির আতসকাঁচের তলায়।