সহযোদ্ধাদের সাহস জোগালেন কুণাল, দিলেন মন ভালো করা বার্তা

kunal ghosh

তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীসমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh Tweet)। আরজি কর কাণ্ডে প্রশাসনের পদক্ষেপ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন অনেকে। অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ জনতার একাংশ।

Advertisements

এই আবহে তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, “কংগ্রেসের সাধারণ কর্মীসমর্থকরা এই বিষাক্ত প্রতিকূল আক্রমণের পরিবেশে যেভাবে নিঃস্বার্থে দলের হয়ে মাটি কামড়ে লড়ছেন, সোশ্যাল মিডিয়ায় সাধ্যমত বা সাধ্যাতীত জবাব, কুৎসার মোকাবিলা চালাচ্ছেন, আমি গর্বিত যে আমি তাঁদের একজন সহকর্মী।”

   

Advertisements

তিনি আরও লিখেছেন, “স্বাভাবিক সময়ে অনেক মুখ দেখা যায়; এখন অস্বাভাবিক সময়ে দেখা গেল সাধারণ সৈনিকরা অসাধারণ লড়াই দিচ্ছেন। ভালো থাকবেন সহযোদ্ধারা।”

আরজি কর কাণ্ডের আবহে তৃণমূল সরকারের উপর ক্ষোভের আগুন একেবারে ছড়িয়ে পড়েছিলো। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। সিপির বদলি চেয়ে দাবিও করেছিল জুনিয়র ডাক্তাররা। সেই কথামতো সিপির ভূমিকায় আনা হয়েছে মনোজ ভার্মাকে। এই আবহেই তৃণমূল কর্মীসমর্থকদের উদ্দেশ্যে মন শক্ত করার বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।