Kunal Ghosh: লোকসভায় বিজেপি ৪, বাম-কংগ্রেস শূন্য, ভবিষ্যদ্বাণী কুণালের

লোকসভা ভোটের মরশুমে বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন বাংলায়। একাধিক জায়গায় জনসভা করে ৪২ আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন কর্মীদের। কিন্তু আজ একধাপ এগিয়ে বিজেপিকে…

Kunal Ghosh

লোকসভা ভোটের মরশুমে বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন বাংলায়। একাধিক জায়গায় জনসভা করে ৪২ আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন কর্মীদের। কিন্তু আজ একধাপ এগিয়ে বিজেপিকে মাত্র ৪ আসনে বেঁধে রাখার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠক করেন কুণাল। তাঁর দাবি, লোকসভা ভোটে বিজেপি পাবে ৪টি আসন। বাম কংগ্রেস পাবে শূন্য। শুধু তাই নয় তৃণমূল লোকসভায় ৩৫ আসনে জয়ী হবেন বলেও দাবি করেন কুণাল।

কুণালের আরও দাবি, লোকসভায় ৪২ আসনের টার্গেট তৃণমূলের। কুণাল ঘোষের এরূপ মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির প্রধান মুখপাত্র তথা সাংসদ শমীক ভট্টাচার্য্য কুণালের দাবিকে ফুৎকারে উড়িয়েছেন। তাঁর কথায়, ‘স্বপ্ন দেখা ভালো। তৃণমূল স্বপ্ন দেখুক, সময়ই বলবে কি হবে। লোকসভা থেকেই তৃণমূলের শেষের শুরু।’ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের কথায়, ‘তৃণমূল একটা দুর্নীতিবাজ দল। ওরা কি বললো তাতে পাত্তা দেবার প্রয়োজন বোধ করছি না। ‘

Advertisements

আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলো। ৭ দফায় ভোট গ্রহণ হবে বাংলায়। তৃণমূল ১ দফায় নির্বাচন দাবি করে আসছিল। সেক্ষেত্রে ৭ দফায় নির্বাচন হলে বাংলায় তৃণমূলের মাটি কতটা শক্ত থাকবে তা নিয়ে ধন্দে খোদ ঘাসফুল শিবির।