মেয়েদের রাত দখল করার কর্মসূচীকে ‘নাটক’ বলে কটাক্ষ কুণালের

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন চলছে। সেই আন্দোলনের ঝাঁঝ ছড়িয়ে পড়েছে সারা দেশে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়ার নির্দেশ…

kunal ghosh

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন চলছে। সেই আন্দোলনের ঝাঁঝ ছড়িয়ে পড়েছে সারা দেশে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যকে তীব্র কটাক্ষ করেছে কলকাতা হাইকোর্ট। এই ধর্ষণ এবং খুনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলা সহ কলকাতায় মেয়েরা আগামী ১৪ই অগস্ট রাতে এই ঘটনার প্রতিবাদে রাজপথে নামবে মেয়েরা। সমাজমাধ্যমে এই কর্মসূচীর পোস্টার বিপুল হারে শেয়ার হচ্ছে। এইবার এই কর্মসূচীকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

হু হু করে বাড়ছে সবজির দাম, মাথায় হাত মধ্যবিত্তের

   

কুণাল ঘোষ লিখেছেন,’সিপিএমের বিপ্লবীরা আগে বর্ণালী দত্ত, ডাঃ অনিতা দেওয়ান, তাপসী মালিক, ধানতলা, নন্দীগ্রামের হিসেব দিক।’ এরপর রাতের জমায়েত নিয়ে তিনি মত প্রকাশ করেছেন। কুণালের বলেছেন, ‘রোজ রাত আর ভোরে এই বাংলায় অসংখ্য মা, বোন যাতায়াত করেন। গ্রাম থেকে স্টেশন, রেল ধরে শহর। কতরকম কাজ। দেখুন। বুঝুন। রাত জমায়েতের নাটক দরকার নেই।’

রেলের জরুরি কাজের জন্য বুধবার হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

রাতে পথ দখলের আন্দোলন মূলত কোনও রাজনীতির রঙ ছাড়া। সেখানে পতাকাবিহীন রাজ্যের হাজার-হাজার মহিলা আরজি করের নিকৃষ্ট এই ঘটনার প্রতিবাদে সামিল হবেন বলে ঠিক করেছেন। খাস কলকাতার যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজ স্ট্রিটে প্রাথমিকভাবে আন্দোলন শুরুর কথা ঘোষণা করা হলেও ধীরে ধীরে সারা রাজ্যজুড়ে রাত্রিবেলা মহিলারা পথে নামবেন বলে সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত আগামী বুধবার মধ্যরাতে আরজি করে সিপিআইএমের ছাত্র যুব মহিলারা বিক্ষোভের ডাক দেন। এসএফআই ও ডিওয়াইএফআই-এর মহিলারা একই বিষয়কে ব্যবহার করে এবার আরজি কর-এর মঞ্চে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন। বিজেপিও নির্দেশ দিয়েছে দলের মহিলাদের মেয়েদের রাতের নিরাপত্তার আন্দোলনে যোগ দিতে। অবশ্যই পতাকা ছাড়া। একই নির্দেশ এসেছে হাত শিবিরের তরফেও। একই বার্তা সিপিআইএম থেকে দলের মহিলা কর্মী সমর্থকদের একই বার্তা পাঠানো হয়েছে বলে খবর।