মহালয়ার দিনই দুঃসংবাদ! করা যাবে না এই কাজ

কুমোরটুলিতে মহালয়ার দিন ছবি তোলার কথা ভাবছেন? তাহলে কিন্তু আপনাকে অন্য কোথাও গিয়ে ছবি তোলার পরিকল্পনা করতে হবে। কারণ এইবছর মহালয়াতে কুমোরটুলিতে (Kumortuli) কোনও চিত্রগ্রাহকদের…

kumortuli 1

কুমোরটুলিতে মহালয়ার দিন ছবি তোলার কথা ভাবছেন? তাহলে কিন্তু আপনাকে অন্য কোথাও গিয়ে ছবি তোলার পরিকল্পনা করতে হবে। কারণ এইবছর মহালয়াতে কুমোরটুলিতে (Kumortuli) কোনও চিত্রগ্রাহকদের ছবি তোলার অনুমোদন দিল না মৃৎশিল্পী সংগঠন। প্রসঙ্গত দুর্গা পুজো আসতে আর ৬৬ দিন বাকি। এই সময় থেকেই কুমোরটুলিতে দেখা যায় উপচে পড়া ভিড়। চিত্রগ্রাহক থেকে মডেলদের ঠেলায় কুমোরটুলিতে রেকর্ড ভিড়ে লাগাম টানতেই এই পরিকল্পনা। কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়ে দিয়েছে।

মোহনবাগানে প্রথমবার যোগ দেওয়ার গল্প শোনালেন সুনীল

   

মৃৎশিল্প সংস্কৃতি সমিতির পক্ষে থেকে জানানো হয়েছে, এই ভিড়ের জেরে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তার উপর কুমোরটুলিতে তৈরি হওয়া প্রতিমা নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। ২০২৩ সালের মহালয়ার দিন ছবি ভিডিয়ো তোলার জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল কুমোরটুলিতে। ভিড়ের জেরে পরিস্থিতি প্রতিকূল হয়ে দাঁড়ায়। তখন বাধ্য হয়ে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এই বিষয়ে মৃৎশিল্প সংস্কৃতি সমিতির বক্তব্য, ‘ ২০২৩ সালের মতো অবস্থা থেকে শিক্ষা নিয়ে এবার মহালয়ার দিন শখের চিত্রগ্রাহকদের ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পটুয়াপাড়ায় সমিতির অফিস–সহ সর্বত্র সেই নোটিশ ছড়িয়ে দেওয়া হয়েছে।’

জামিন পেয়েও মিলল না স্বস্তি! তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে তলব ইডির

উল্লেখ্য কুমোরটুলিতে আগে ছবি তোলার জন্য ৫০ এবং ১০০ টাকার টিকিট দেওয়া হতো। ৫০ টাকার টিকিট কাটলে মেয়াদ একদিন। আর ১০০ টাকার টিকিট কাটলে তার মেয়াদ তিন মাস। কিন্তু ২০২৪ সালে মহালয়ার দিন কোনও টিকিটই গ্রাহ্য হবে না। তবে সংবাদমাধ্যমের ক্যামেরাকে ছাড় দেওয়া হয়েছে। এতকিছুর পরেও কি কুমোরটুলিতে লাগাম টানতে পারবে মৃৎশিল্পী সংগঠন, উঠছে প্রশ্ন।