পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, রবিবার থেকেই ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আজ রবিবার তাই পুজোর আগে ছুটির দিনে সকলেরই একটাই লক্ষ‌্য কেনাকাটি। তবে আজকের আবহাওয়া (Weather Update) …

kolkata-Weather Update-today-will-rain-lash-the-city-on-september-14

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আজ রবিবার তাই পুজোর আগে ছুটির দিনে সকলেরই একটাই লক্ষ‌্য কেনাকাটি। তবে আজকের আবহাওয়া (Weather Update)  কেমন থাকবে তা নিয়ে সকলের মনেই রয়েছে সংশয়। কারণ এই বছরে বৃষ্টির জেরে নাজেহাল হয়ে পরেছিল আমজনতা। তবে সেই রেশ কেটে গিয়ে রোদ ঝলমলে আকাশের দেখা মিললেও হাওয়া অফিস (Weather Update) বলছে অন‌্য কথা। ফের একবার বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যেই তার ছাপ পড়তে শুরু করেছে। পুজোর আগে বৃষ্টির ভ্রূকুটি নাকি শুধুই অস্বস্তির সঙ্গী— এই নিয়ে এখনই তৈরি হয়েছে চর্চা। সাধারণ মানুষ যেমন চিন্তিত, তেমনই আবহবিদরাও চোখ রেখেছেন নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে এই নিম্নচাপ। যদিও আপাতত বাংলায় এর সরাসরি প্রভাব নেই বলেই দাবি বিশেষজ্ঞদের। অর্থাৎ রাজ্যে প্রবল বৃষ্টিপাতের কোনও আশঙ্কা নেই। তবে এখানেই থেমে নেই গল্প। কারণ, নিম্নচাপের হাত ধরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় বাংলায়। এর ফলে বাড়ছে আদ্রর্তা। ইতিমধ্যেই কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ভ্যাপসা গরম ও ঘামজনিত অস্বস্তি তীব্র হয়েছে। পুজোর প্রস্তুতিতে ব্যস্ত শহুরে মানুষ থেকে শুরু করে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ— সকলে এই আর্দ্র আবহাওয়ায় হাঁসফাঁস করছেন।

   

বর্তমানে যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেটিও স্থির হয়ে আছে ওড়িশা-অন্ধ্র উপকূলে। ফলে বাংলায় বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে অস্বস্তির বৃষ্টি যে একেবারেই হবে না, তা বলা যাচ্ছে না। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষত দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায় আংশিক প্রভাব দেখা যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার।

Advertisements

এছাড়া, পুজোর সময়কালে আবার নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেপ্টেম্বর-অক্টোবর সাধারণত নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সময়। তাই প্রতিবারের মতো এবছরও পুজোর মরশুমে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে সবাইকে।