কলকাতা: কলকাতায় জলবিভ্রাট৷ টানা ২১ ঘণ্টা বন্ধ থাকবে পানীয় জলের পরিষেবা৷ শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ অংশে৷ কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, সিরিটি, বেহালা, বাঁশদ্রোণী-সহ একাধিক জায়গায় বন্ধ থাকবে পাম্পিং স্টেশন৷
পাইপলাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্যই দীর্ঘ সময় জল সরবরাহ বন্ধ রাখা হবে। টানা ২১ ঘণ্টা পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পাবেন না গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার মানুষ।
কোন কোন বরোয় পানীয় জল সরবরাহ বন্ধ
শনিবার সকাল থেকে ৮,৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, এবং ১৬ নম্বর বরোয় সম্পূর্ণ ভাবে এবং ১২ নম্বর বরোয় আংশিক ভাবে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে বলে কলকাতা পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। পানীয় জল সরবরাহ বন্ধ রেখে পাইপলাইন মেরামতি এবং ভাল্ভ সারাইয়ের কাজ করবে কলকাতা পুরসভা৷
বন্ধ ছিল টালা পাম্পিং স্টেশন
গত বছর ডিসেম্বর মাসেও এমন সমস্যা তৈরি হয়েছিল৷ টানা ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল টালা পাম্পিং স্টেশন। শহরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয়েছিল শহরবাসীকে। তবে এবার আর অত বিস্তীর্ণ এলাকা নয়, দক্ষিণ কলকাতার নির্দিষ্ট অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে৷