Kolkata: ফের হবু শিক্ষক চাকরি প্রার্থীদের বিক্ষোভ

Kolkata: ফের হবু শিক্ষক চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শন। বুধবার বিক্ষোভ করেছিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার সকালেই…

Mamata Banerjee

Kolkata: ফের হবু শিক্ষক চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শন। বুধবার বিক্ষোভ করেছিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার সকালেই বিক্ষোভে সামিল আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। চাকরির দাবিতে আবারও বিক্ষোভের পথে তারা।

আন্দোলনরত এক চাকরি প্রার্থী বলেন, “২৪৪ তম দিনে ধর্না মঞ্চ পড়ল। আজ পর্যন্ত প্যানেল প্রকাশ করল না। কোর্টের নামে জারিজুরি করছে এই নির্লজ্জ অপদার্থ চেয়ারম্যান।” আন্দোলনরত আর এক চাকরি প্রার্থী বলেন, “আমরা সারাদিন এখানে বসে থাকব। কমিশনের কোনও টালবাহানা আর শুনব না। আজকেই আমাদের প্যানেল দিতে হবে।” তাদের বক্তব্য শহিদ মিনারে বসে বসে তারা ক্লান্ত।

   

কতদিন তারা আর অপেক্ষা করবেন সেই প্রশ্নই তুলেছেন তারা। ঘটনাস্থলে পৌঁছেছেন বিধাননগর থানার পুলিশ।দীর্ঘদিন ধরেই শহিদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছিলেন তারা এ দিন সকালেই আচার্য সদনের জমায়েত করে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।

গতকাল বিক্ষোভ ঘিরে হয়েছিল ধুন্ধুমার পরিস্থিতি। কলকাতা পুলিশের এক কর্মীর বিরুদ্ধে মহিলা চাকরি প্রার্থীকে গলা টিপে ধরার অভিযোগ উঠেছে।