দুর্গাপুজো ঘিরে নিরাপত্তা বাড়াল দমকল, ৯৭টি অস্থায়ী ক্যাম্প শহরে

বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja 2025) । এই কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় লাখ লাখ মানুষ রাস্তায় নামেন। শহর থেকে জেলা—প্রতিটি সর্বজনীন পুজোর মণ্ডপেই…

Kolkata to Deploy 97 Temporary Fire Units Around Big Durga Puja Pandals

বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja 2025) । এই কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় লাখ লাখ মানুষ রাস্তায় নামেন। শহর থেকে জেলা—প্রতিটি সর্বজনীন পুজোর মণ্ডপেই থাকে দর্শকদের ভিড়। এমন পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় এড়াতে প্রতি বছরই বিশেষ ব্যবস্থা নেয় রাজ্য দমকল দফতর। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না।

দমকল সূত্রে জানা গেছে, এ বছর দুর্গাপুজোয় রাজ্যে মোট ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। দর্শকদের ভিড় বেশি হয় যে সব সর্বজনীন পুজোর মণ্ডপে, মূলত সেই মণ্ডপগুলির আশপাশেই এই অস্থায়ী কেন্দ্রগুলি তৈরি করা হবে। উদ্দেশ্য একটাই—পুজোর সময় যাতে কোনও দুর্ঘটনা ঘটলে দ্রুত মোকাবিলা করা যায়।

   

রাজ্যে বর্তমানে স্থায়ী দমকল কেন্দ্রের সংখ্যা ১৬৬। সেই সঙ্গে উৎসবকেন্দ্রিক বাড়তি নিরাপত্তার জন্যই এই অস্থায়ী কেন্দ্রগুলির পরিকল্পনা। সাধারণত অস্থায়ী কেন্দ্র মানেই সেই এলাকাতেই একাধিক দমকলকর্মী, অগ্নিনির্বাপক যন্ত্র ও জলবাহী যান রাখা হয়। ফলে ঘটনাস্থলে আগুন লাগলে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা থাকে।

Advertisements

এ ছাড়াও, দমকল দফতর জানিয়েছে, বড় পুজো মণ্ডপগুলিতে কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন করা হবে। প্যান্ডেল বা আশপাশের এলাকায় আগুন লাগলে বা কোনও বিপর্যয় ঘটলে তারা সঙ্গে সঙ্গে পৌঁছে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন। এর ফলে বড় দুর্ঘটনা রোধে অনেকটাই সুবিধা হবে।

প্যান্ডেলগুলিতে থাকে প্রচুর বৈদ্যুতিক সংযোগ, কাঠ ও কাপড়ের সাজসজ্জা, যা দ্রুত আগুন ধরতে পারে। আবার মানুষের ভিড় থাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে আগুন। তাই দমকলের এই ব্যবস্থা অত্যন্ত সময়োপযোগী। সব মিলিয়ে, রাজ্য সরকারের এই উদ্যোগ দুর্গাপুজোর সময় সাধারণ মানুষকে অনেকটা নিরাপত্তা দেবে।