BIG BREAKING NEWS: দেশজুড়ে কার্যকর হল CAA

লোকসভা ভোটের আগে ঐতিহাসিক পদক্ষেপ। সোমবার CAA বিজ্ঞপ্তি জারি হল। জারি হওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে কার্যকর হল সিএএ। আগামীকাল থেকেই সিএএ বিধি কার্যকর। সোমবার প্রধানমন্ত্রী…

লোকসভা ভোটের আগে ঐতিহাসিক পদক্ষেপ। সোমবার CAA বিজ্ঞপ্তি জারি হল। জারি হওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে কার্যকর হল সিএএ। আগামীকাল থেকেই সিএএ বিধি কার্যকর। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর করার ঘোষণা করল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) কার্যকর হওয়ার আগেই এই পদক্ষেপ নেওয়া হল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন, তাদের জন্যেই এই আইন।

আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের অভিবাসীদের ভারতে নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত করবে এই নিয়মের বিজ্ঞপ্তিটি। CAA ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির ইশতেহারের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল।

সোমবারই দেশ জুড়ে সিএএ অর্থাৎ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনার খবর প্রকাশ্যে আসতেই জরুরী বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নবান্ন থেকে প্রেস মিট করে তীব্র প্রতিবাদ জানান সিএএ-র বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা নিয়ে। ‘ক্যা ক্যা’ বলে এই সিএএকে সাংবাদিক সম্মেলনে কটাক্ষও করেন মুখ্যমন্ত্রী।

মনে করা হচ্ছে লোকসভার আগে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর নরেন্দ্র মোদীর ‘মাস্টারস্ট্রোক’। সিএএ নিয়ে তীব্র বিরোধীতায় বিরোধীদের একটি একাংশ। তার মধ্যে প্রথম থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতা করে এসেছেন। আজ ফের সাংবাদিক সম্মেলন থেকে তীব্র প্রতিবাদ জানান তিনি। সকল নাগরিককে ভয় না পাওয়ার আশ্বাস দেন।