Kolkata: লরির ধাক্কায় মৃত্যু বাবা-ছেলের, রণক্ষেত্র পরিস্থিতি বেহালায়

সাত সকালে কলকাতায় লরির ধাক্কায় মৃত্যু ৫ বছরের শিশু ও তার বাবার। বেহালার চৌরাস্তার কাছে বড়িশা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,…

সাত সকালে কলকাতায় লরির ধাক্কায় মৃত্যু ৫ বছরের শিশু ও তার বাবার। বেহালার চৌরাস্তার কাছে বড়িশা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল দ্বিতীয় শ্রেনির ছাত্র। বেপরোয়া গতির বলি হতে হয়েছে বাবা-ছেলেকে।

এই ঘটনায় রণক্ষেত্রে পরিস্থিতি বেহালায়। ডায়মন্ড হারবার রোড সহ আশপাশের সব রাস্তাই অবরুদ্ধ। ক্ষুব্ধ স্থানীয়রা আগুন লাগিয়ে দেয় পুলিশের গাড়িতে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী।

   

উল্লেখ্য, বেহালা চৌরাস্তার মতো এলাকায় এমন একটি দুর্ঘটনায় পুলিশের দিকেই আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে ঘটনার পর স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ ও বড়িশা স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা। স্কুলের সামনে পড়ুয়াদের সুরক্ষা কোথায়, এই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা।

Advertisements

অভিযোগ, ওই রাস্তায় ট্রাফিকের কোনও নিয়ম মানা হয় না, সে দিকে কোন নজরই নেই পুলিশ। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার বিস্ফোরক অভিযোগও জানাচ্ছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ টাকা নেয় বলেই ওই রাস্তা দিয়ে দ্রুতগতিতে বেরিয়ে যায় লরি। তার জেরেই আজকের এই ঘটনা ঘটেছে। অভিভাবকরা প্রশ্ন করেন, “আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়? তারা জানিয়েছেন, একদিন নয়, বারবার এমন ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনের ভ্রুক্ষেপ নেই।”

পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা। প্রথমে পুলিশ ভ্যান ও পরে বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় বাসে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লাঠিচার্জ করছে পুলিশ। নামানো হয়েছে র‌্যাফ। কাঁদানে গ্যাসের সেল ছুড়েও বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News