Kolkata: কয়লাপাচার কাণ্ডে রাশি রাশি টাকা উদ্ধারে শাসক দলের যোগ!

বুধবার কয়লা পাচার কাণ্ডে বিরাট অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার (Kolkata) বালিগঞ্জের একটি অফিস থেকে উদ্ধার হল নোটের বাণ্ডিল৷

recover money in the case of coal smuggling

বুধবার কয়লা পাচার কাণ্ডে বিরাট অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার (Kolkata) বালিগঞ্জের একটি অফিস থেকে উদ্ধার হল নোটের বাণ্ডিল৷ বালিগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতে লাগাতার অভিযান চালিয়ে টাকা উদ্ধার হয়েছে৷ এমনটাই সূত্রে খবর। ওই ব্যবসায়ী শাসক দলের ঘনিষ্ঠ৷ এমনটাই সূত্রে খবর

ইডি সূত্রে খবর, বুধবার সকাল থেকেই দিল্লি থেকে আসা ইডির একটি প্রতিনিধি দল বালিগঞ্জ ও আর্ল স্ট্রিটের একাধিক জায়গায় অভিযান চালায়৷ বাড়ির পাশেই ছিল ওই ব্যক্তির অফিস। সেখান থেকে থরে থরে সাজানো টাকার বাণ্ডিল উদ্ধার হয়েছে বলে জানা গেছে৷ এখনও অবধি উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি বলে জানা গেছে৷

সূত্রের খবর, কয়লা পাচারের কালো টাকা এই ধরনের বেশ কিছু সংস্থার মাধ্যমে সাদা করা হত৷ একাধিক ব্যক্তিদের সাক্ষ্য প্রমাণে ও বয়ানে এই অফিসের খোঁজ পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। খবর পাওয়া মাত্রই হানা দেয় ১০ থেকে ১২ জনের প্রতিনিধি দল৷

জানা গেছে, নির্মাণ ব্যবসার পাশাপাশি ওই ব্যক্তির ফুড চেনের ব্যবসাও রয়েছে৷ টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন৷ আগামী মুহুর্তে সেই সংখ্যা বাড়তে পারে। এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা৷
(বিস্তারিত আসছে)