নবান্ন অভিযানের ডাক বেআইনি, বড় হুঁশিয়ারি পুলিশের

নবান্ন অভিযান নিয়ে কড়া বার্তা কলকাতা পুলিশের। অনুমতি না নেওয়ায় নবান্ন অভিযান বেআইনি, সোমবার স্পষ্ট জানাল কলকাতা পুলিশ। সংরক্ষিত এলাকা নবান্নে কোনও কর্মসূচি নেওয়া যাবে…

Kolkata police strict messege on student nabanna abhiyan

নবান্ন অভিযান নিয়ে কড়া বার্তা কলকাতা পুলিশের। অনুমতি না নেওয়ায় নবান্ন অভিযান বেআইনি, সোমবার স্পষ্ট জানাল কলকাতা পুলিশ। সংরক্ষিত এলাকা নবান্নে কোনও কর্মসূচি নেওয়া যাবে না। এদিন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা বলেন, “নবান্ন চত্বরে কর্মসূচি করতে গেলে পুলিশি অনুমতি লাগবে। অন্য কোথাও কর্মসূচি করতে চাইলে অনুমতি মিলবে। ভিড়ের মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা দুস্কৃতীদের। সাধারণ মানুষ যাতে এই কর্মসূচি বা জমায়েত এড়িয়ে চলে। প্রতিবাদীরা কোনও তথ্যই জানায়নি পুলিশকে। সুতরাং এটা অনৈতিক।”

আরজি কর ধর্ষণ-খুনে অভিযুক্ত সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টে কী বলল?

   

পাশাপাশি এডিজি আইনশৃঙ্খলা দঃবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, “পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে কোনও সংগঠনের অস্তিত্ব নেই। নেট পরীক্ষার দিন হাজারও পরীক্ষার্থী বেকায়দায় পড়তে পারে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক সদস্য শহরের পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেন। আমরা সেই তথ্য প্রমাণ আদালতে পেশ করব।”

নবান্ন অভিযান অবৈধ, বিজেপি ‘শকুনের রাজনীতি’ করছে, কটাক্ষ কুনালের

তিনি আরও বলেন, এই অভিযানে মহিলা-ছাত্রদের সামনে রেখে পেছন থেকে দুষ্কৃতীরা উস্কানিমূলক কাজ করবে যাতে পুলিশ প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই অভিযান নিয়ে ভাইরাল পোস্ট ঘুরছে। আমরা সেগুলি চিহ্নিত করার চেষ্টা করছি। এই ধরনের উস্কানিতে পা দেবেন না।

ছাত্র সমাজের মতো সংগ্রামী যৌথ মঞ্চকেও অনুমতি নিতে বলা হয়েছিল। কিন্তু তাঁদের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়নি। কলকাতা বা হাওড়ার মতো বিভিন্ন জায়গায় প্রতিবাদের স্থান করে দেব। কিন্তু নবান্নে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা লাঘু থাকে।

কলকাতায় ভয়বহ জাহাজডুবি, উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার ১১!

ছাত্র সমাজের ডাকা অভিযানে নেট পরীক্ষার্থীদের স্বার্থ ভেবে দেখেনি প্রতিবাদীরা। তাঁরা যথেষ্ট উদ্বিগ্ন। পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয় সেদিকে নজর রাখছে পুলিশ।