Kolkata Police: পুলিশকর্তা মুরলীধর শর্মা জখম

হাফ ম্যারাথন চলাকালীন জখম হলেন কোলকাতা পুলিশের (Kolkata Police)অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। রবিবার সকালে কলকাতা পুলিশের তরফে রেড রোডে হাফ ম্যারাথন আয়োজন করা হয়।…

হাফ ম্যারাথন চলাকালীন জখম হলেন কোলকাতা পুলিশের (Kolkata Police)অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। রবিবার সকালে কলকাতা পুলিশের তরফে রেড রোডে হাফ ম্যারাথন আয়োজন করা হয়। সেখানেই তোরণ ভেঙে পড়ে গিয়ে আহত হন পুলিশ কর্তা।

কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে বিপত্তি, একটি তোরণ ভেঙে পড়ে রেড রোডে। তাতেই জখম হন মুরলীধর শর্মা। মাথায় ও ঘাড়ে চোট পেয়েছেন তিনি। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে চিকিৎসা চলছে। 

রবিবার সকাল থেকে রেড রোডে পুলিশের হাফ-ম্যারাথন শুরু হয়েছে। ম্যারাথনের শেষ পয়েন্টের কাছে একটি বড় তোরণ রাখা ছিল। সূত্রের খবর, সকালে আচমকা দমকা হাওয়ায় ওই তোরণ ভেঙে নিচে পড়ে যায়।

তোরণের সামনেই দাঁড়িয়েছিলেন মুরলীধর শর্মা। তাঁর ঘাড়ে এসে পড়ে ওই ভাঙা তোরণটি। এতে তাঁর মাথা এবং পিঠে চোট লেগেছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, অ্যাডিশনাল পুলিশ কমিশনার চোট তেমন গুরুতর নয়।যেহেতু তাঁর মাথায় আঘাত লেগেছে, তাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রেড রোডে কলকাতা পুলিশের ম্যারাথনে শামিল হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সৌরভ গঙ্গোপাধ্যায়ও ম্যারাথনে দৌড়েছেন। ছিলেন আবীর চট্টোপাধ্যায়, দেব-সহ টলিউডের একাধিক তারকা।

এই ম্যারাথনের জন্য শনিবার রাত থেকেই রেড রোড জুড়ে পুলিশের কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়। শনিবার রাত ১০টা থেকে এখানে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রেড রোডে আজ, রবিবার দুপুর ১২টা পর্যন্ত এমনই অবস্থা জারি থাকবে।