Aadhaar জালিয়াতিতে পুলিশের সতর্কতা প্রচার, জেনে নিন টাকা বাঁচানোর পদ্ধতি

আধার জালিয়াতিতে আতঙ্কে সাধারণ মানুষ। পুজোর মুখে বাড়ছে অনলাইন জালিয়াতির সম্ভবনা। পুলিশের পরামর্শ আতঙ্ক নয় সতর্ক থাকুন। আধারে বায়োমেট্রিক সুরক্ষা রাখার উপায় কি তা জানিয়েছে পুলিশ।

Kolkata Police

আধার জালিয়াতিতে আতঙ্কে সাধারণ মানুষ। পুজোর মুখে বাড়ছে অনলাইন জালিয়াতির সম্ভবনা। পুলিশের পরামর্শ আতঙ্ক নয় সতর্ক থাকুন। আধারে বায়োমেট্রিক সুরক্ষা রাখার উপায় কি তা জানিয়েছে পুলিশ। আধার জালিয়াতিতে নাঝেহাল সাধারণ মানুষ। তদন্তে নেমে পুলিশের দাবি রিমোট এরিয়া থেকেই অপরাধ হচ্ছে। যার মধ্যে ক্রাইম স্পটে নজরে কোচবিহারের মাথাভাঙ্গা ও উড়িষ্যা। তবে সাম্প্রতিক কাল থেকে নয় বরং চলতি বছরের গোড়া থেকেই পুলিশের খাতায় জমা হয়ে আসছে।

ক্রাইম জয়েন্ট সিসি শঙ্খশুভ্র চক্রবর্তী জানিয়েছেন, ” জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কলকাতা পুলিশে মোট ৬৬ টি এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে। কয়েকদিনের মধ্যেই কিছু কেস এসেছে যেখানে ব্যাংক ফ্রড রয়েছে। আমরা আশা করছি অভিযুক্তদের খুব তাড়াতাড়ি আটক করতে পারব”।

   

কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, ” এপ্লিকেশন ডাউনলোড করে বায়োমেট্রিক লক করা এটা সবথেকে গ্রহণযোগ্য উপায়। যখনই এমন ধরনের ঘটনা হয় সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করুন। আপনারা আমাদের বন্ধু অ্যাপের মাধ্যমে রিপোর্ট করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়েও রিপোর্ট করতে পারেন। এছাড়াও থানা এবং সাইবার সেলেও রিপোর্ট করতে পারেন”।

তাহলে কি করবেন জালিয়াতি থেকে বাঁচতে! এম আধার ডাউনলোড করে বায়োমেট্রিক লক করতে হবে। টাকা উধাও হলে সংশ্লিষ্ট অভিযোগকারীকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাংকে টাকা উধাও হওয়ার অভিযোগ জানাতে হবে। স্থানীয় থানাতেও দায়ের করতে হবে অভিযোগ

যদি অজ্ঞাতে কেউ টাকা তোলে তাহলে এটিএম থেকে মিনি স্টেটমেন্ট চেক করতে হবে যাতে গ্রাহকের অবস্থান বোঝা যায়। কেওয়াইসি জমা দেওয়া বা অন্য কাজে নম্বর না ঢেকে আধার শেয়ার নয়। অচেনা ব্যক্তি বা অজানা জায়গায় বায়োমেট্রিক দেবেন না।

এইপিএস অর্থাৎ আধার এনাবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা লেনদেনে আগ্রহ না থাকলে, ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার প্রয়োজন নেই। কারণ না জেনে কোনও জায়গায় একাধিক বার বায়োমেট্রিক দেবেন না। এইপিএস এ সই দেওয়ার সময় ভেজা বা তৈলাক্ত আঙুলে ছাপ দেবেন না। আতঙ্কিত হয়ে অনেকেই বায়োমেট্রিক লক করছেন ফলে রেশন তুলতে পারছেন না। প্রয়োজন হলে আনলক করলেই মিলবে সমাধান একথাই বলছে পুলিশ।