আরজি কর হাসপাতালে ১৬৩ ধারা জারি করল পুলিশ

আরজি কর নিয়ে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এবার আরজি কর হাসপাতাল (RG Kar) ও সংলগ্ন রাস্তা ঘিরে বিএনএসএস-এর ১৬৩ ধারায় সাত দিনের জন্য…

আরজি কর নিয়ে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এবার আরজি কর হাসপাতাল (RG Kar) ও সংলগ্ন রাস্তা ঘিরে বিএনএসএস-এর ১৬৩ ধারায় সাত দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ।

এর অর্থ পাঁচ বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ, লাঠি, যে কোনও প্রাণঘাতী বা অন্য কোনও অস্ত্র বহন বা শান্তি ভঙ্গ করা যাবে না। জনসাধারণের শান্তি বিঘ্নিত করতে পারে এমন কোনও কাজ নিষিদ্ধ থাকবে। একগেরা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আগামীকাল ধারাবাহিক সমাবেশ হওয়ার কথা রয়েছে সেগুলি হাসপাতাল বা হাসপাতাল চত্বরে করা যাবে না।

   

বিগত বেশ কিছুদিন ধরে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাই সরগরম বাংলা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল। প্রতিবাদী মুখর হয়েছে একের পর এক রাজ্য থেকে শুরু করে শহর। সকলের মুখে একটাই কথা, ‘We Want Justice।’

এই ঘটনায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি জানিয়ে তাকে চিঠি লিখেছে চিকিৎসকদের সংগঠন আইএমএ। চিকিৎসকদের নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে।

এদিকে নারী নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ এবং হস্টেলে নাইট শিফটে কাজ করা মহিলাদের জন্য চালু হচ্ছে একাধিক নতুন নিয়ম ও পরিষেবা।