Nawsad Siddique: নওশাদের ফোনে কোটি টাকা লেনদেন সংক্রান্ত বিস্ফোরক তথ্য পেল পুলিশ

জেলেবন্দি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) ফোন থেকে বিস্ফোরক তথ্য মিলেছে বলেই দাবি কলকাতা পুলিশের (Kolkata police )।

Nawsad Siddique

জেলেবন্দি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) ফোন থেকে বিস্ফোরক তথ্য মিলেছে বলেই দাবি কলকাতা পুলিশের (Kolkata police )। গত ২১ জানুয়ারি ধর্মতলায় দলীয় সমাবেশ থেকে হিংসাত্মক আন্দোলন ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয় ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদকে। তাঁকে মুক্তি না দিলে কলকাতা অচল করে দেব এমনই হুমকি দিয়েছেন ফুরফুরার অন্যান্য পীরজাদারা। এদিকে নওশাদকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির দুটি মোবাইল ফোন খতিয়ে দেখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ ছিল নওশাদ সিদ্দিকির। এমনকি সেই ব্যক্তির থেকে কোটি কোটি টাকা পার্টি ফান্ডে ঢুকেছিল। বিধানসভা ভোটের সময় প্রশাসনিক এবং সাংগঠনিক স্তরে কী কী পরিবর্তন করতে হবে? সেবিষয়েও নওশাদকে গাইড করত ওই ব্যক্তি।

নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে তা জানতে মরিয়া কলকাতা পুলিশ।২১ জানুয়ারি ধর্মতলার ঘটনা পূর্বপরিকল্পিত কী না সেটাও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এজন্য নওশাদের দুটি মোবাইল ফোন ফরেন্সিক টেস্টের জন্য পাঠানোর আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। দক্ষিণ ২৪ পরগণার আইএসএফ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এখন নওশাদের ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে জানা গেছে।