শান্তা পালের নামে চার্জশিট, বড় পদক্ষেপ কলকাতা পুলিশের

বাংলাদেশি মডেল শান্তা পালের (Shanta Paul) বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (kolkata Police) । পার্ক স্ট্রিট থানার একটি মামলায় দীর্ঘ তদন্তের পর অবশেষে চার্জশিট…

Shanta Paul

বাংলাদেশি মডেল শান্তা পালের (Shanta Paul) বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (kolkata Police) । পার্ক স্ট্রিট থানার একটি মামলায় দীর্ঘ তদন্তের পর অবশেষে চার্জশিট পেশ করল লালবাজারের গুন্ডাদমন শাখা।

বুধবার ব্যাঙ্কশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে শান্তা পালের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়। আদালতের সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে একাধিক গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে।

   

গত জুলাই মাসে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন এলাকা থেকে শান্তা পালের গ্রেফতারি শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। পার্ক স্ট্রিট থানার একটি পুরনো মামলার সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। সূত্রের খবর, ওই মামলায় প্রতারণা, আর্থিক লেনদেন এবং বেআইনি কার্যকলাপের মতো অভিযোগ উঠে আসে। যদিও গ্রেপ্তারের সময় শান্তা পাল সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

Advertisements

লালবাজারের গোয়েন্দারা দীর্ঘদিন ধরে এই মামলার তদন্ত চালাচ্ছিলেন। বিভিন্ন সাক্ষ্য, নথি এবং ফরেনসিক প্রমাণ বিশ্লেষণ করার পর অবশেষে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। পুলিশের দাবি, চার্জশিটে শান্তা পালের বিরুদ্ধে প্রতারণা, প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়া এবং কিছু ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ উল্লেখ রয়েছে। তদন্তে আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে, তবে তাঁদের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক চার্জশিট দাখিল হয়নি।

লালবাজারের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, “আমরা দীর্ঘ তদন্তের পর চার্জশিট জমা দিয়েছি। আদালতে সমস্ত প্রমাণ তুলে ধরা হবে।” যদিও শান্তা পালের আইনজীবীর দাবি, “আমাদের মক্কেল নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। আদালতে আমরা সত্য তুলে ধরব।” ফলে এই মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।