কলকাতা পুলিশের বিরাট নির্দেশ! মা ফ্লাইওভারে দাঁড়ালেই মোটা অঙ্কের জরিমানা

মা ফ্লাইওভারে দাঁড়িয়ে গল্প করার দিন এবার শেষ! শুধু তাই নয়, মা ফ্লাইওভারে (Ma Flyover) দাঁড়িয়ে ইচ্ছে মতো ছবি তুলতেও এখন দিতে হতে পারে জরিমানা।…

ma flyover

মা ফ্লাইওভারে দাঁড়িয়ে গল্প করার দিন এবার শেষ! শুধু তাই নয়, মা ফ্লাইওভারে (Ma Flyover) দাঁড়িয়ে ইচ্ছে মতো ছবি তুলতেও এখন দিতে হতে পারে জরিমানা। এখানেই শেষ নয়, কোনও গাড়ি যদি মা উড়ালপুলে হঠাৎ করে খারাপ হয়ে যায় এবং সেই খারাপ হয়ে যাওয়ার পিছনে যদি থাকে সঠিক রক্ষণাবেক্ষণের অভাব তাহলে গুনতে হবে মোটা টাকার জরিমানা। সম্প্রতি শনিবার রাতে কলকাতা পুলিশের তরফে এমনি একটি পোস্টে জানা গিয়েছে এই জরিমানার কথা।

প্রসঙ্গত কর্মব্যস্ত দিনে মা উড়ালপুলে যানজটের কবলে পড়ে প্রায়ই নাকাল হতে হয় শহরবাসীকে। বহু ক্ষেত্রেই দেখা যায়, গাড়ি খারাপ হয়ে যানজট তৈরি হচ্ছে। আর এক বার যানজট তৈরি হলে অন্তত ঘণ্টাখানেক স্তব্ধ হয়ে থাকে আচার্য প্রফুল্লচন্দ্র রোড, মা উড়ালপুল, পার্ক সার্কাস সাত মাথার মোড় থেকে শুরু করে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। এই যানজটের হাত থেকে মুক্তি পেতে কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ। কলকাতা ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, মোটরযান বিধির ১৯০ (১) আইন অনুযায়ী, এ সব ক্ষেত্রে পাঁচ হাজার টাকা বা তার বেশি জরিমানা দিতে হতে পারে।

   

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বিরাট ঘোষণা রেলের

কলকাতা পুলিশের এই পোস্টের পরেই শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। অনেক নিত্যযাত্রীর কথায় এটি শুভ উদ্যোগ আবার অনেকের মতে যদি সঠিক রক্ষণাবেক্ষণের পরেও যদি হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যায় তাহলে কী করবে? যদি পুলিশ ইচ্ছে করে মোটা অঙ্কের জরিমানা নিয়ে নেয় তাহলে তাঁরা কী করবেন সেই বিষয়েও উঠেছে প্রশ্ন।