Kolkata Police: বড়দিনে ছদ্মবেশি মহিলা পুলিশে ছেয়ে যাবে কলকাতা

শুরু হয়েছে উৎসবের মরশুম। থিকথিক করবে ভিড়। এবারে বড়দিনে বড়দিনে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকার নিরাপত্তায় প্রায় ৩৫০০ পুলিশ (Kolkata police) মোতায়েন করবে লালবাজার। নজরদারির…

Kolkata Police: বড়দিনে ছদ্মবেশি মহিলা পুলিশে ছেয়ে যাবে কলকাতা

শুরু হয়েছে উৎসবের মরশুম। থিকথিক করবে ভিড়। এবারে বড়দিনে বড়দিনে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকার নিরাপত্তায় প্রায় ৩৫০০ পুলিশ (Kolkata police) মোতায়েন করবে লালবাজার। নজরদারির দায়িত্বে থাকবে মহিলা পুলিশের উইনার্স বাহিনী-সহ গোয়েন্দা দপ্তরের অফিসারেরা। পথে থাকবেন ডিসি, এসি পদ মর্যাদার অফিসারেরাও।

ভিড়ের মধ্যে কেউ অভব্য আচরণ করছে কিনা, তার উপর নজরদারি চালাতে পার্ক স্ট্রিটে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার-ও তৈরি করা হচ্ছে।লালবাজার সূত্রের খবর, বড়দিনে নজরদারির ক্ষেত্রে আরও আঁটসাঁট করার জন্য পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকাকে মোট ৯টি সেক্টরের ভাগ করা হচ্ছে।

Advertisements

২৫ ডিসেম্বর সন্ধ্যায় বিকেলের পর পার্ক স্ট্রিটে মানুষের ঢল নামলে, প্রয়োজনে কয়েক ঘণ্টার জন্য ওই রাস্তাটি “ওয়াকিং স্ট্রিট” করে দেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। নিরাপত্তায় তৈরি রাখা হচ্ছে পিসিআর ভ্যান, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, রিভার প্যাট্রোলিং এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। শহরের ২৩টি নাকা চেক পয়েন্টও করা হবে।

এছাড়া নিউ মার্কেট, আলিপুর চিড়িয়াখানা, সায়েন্স সিটি-সহ কলকাতার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হবে। পুলিশ সূত্রে খবর, প্রতিটি সেক্টরে একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন। তা ছাড়া ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার টহলদারি দেবেন বলে জানা যাচ্ছে।