কলকাতা পুলিশের বিরাট সাফল্য! অ্যাপ ক্যাবের ‘রহস্য’ ফাঁস

কলকাতা পুলিশের (Kolkata Police) কামালে ফিরে পাওয়া গেল দামি গাড়ি। ফের রহস্যের জট খুলল কলকাতা পুলিশ। অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া করে উধাও হয়ে যাচ্ছে সেই…

kolkata police

কলকাতা পুলিশের (Kolkata Police) কামালে ফিরে পাওয়া গেল দামি গাড়ি। ফের রহস্যের জট খুলল কলকাতা পুলিশ। অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া করে উধাও হয়ে যাচ্ছে সেই গাড়ি। ভাড়ার টাকাও মেটানো হচ্ছে না খবর। দুষ্কৃতিদের লক্ষ্য মূলত দামী গাড়ি। শহরের বুক থেকে এইরকম গাড়ি উধাও হওয়ার ঘটনায় কলকাতা পুলিশের হাতে আটক চার।

ধর্মঘট উঠলেও কমেনি আলুর দাম, চরম ক্ষুব্ধ আমজনতা

   

সম্প্রতি কলকাতার নেতাজিনগর থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়। সেখানকার এক বাসিন্দা গত সোমবার থানায় জানান, অ্যাপ ব্যবহার করে তাঁর দামি একটি গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু ভাড়ার পাওনা টাকা মেটানো হয়নি। গাড়িটিও আর ফেরত আসেনি। গাড়িটি উদ্ধারের আবেদন জানিয়েছে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারী। তাঁর অভিযোগের ভিত্তিতে নেতাজিনগর থানার পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তে নেমে উত্তরপ্রদেশে, বিহার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয় নেতাজিনগরের ওই ব্যবসায়ীর গাড়ি। জিপিএস ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে লোকেশন ট্র্যাক করে ইতিমধ্যেই গাড়িটি উদ্ধার করেছ নেতাজি নগর থানা। পুলিশ সূত্রে খবর, বিহারে বসে দীর্ঘ দিন ধরেই এই প্রতারণা চক্র চলানো হচ্ছিল। যদিও এই গ্যাংয়ের অন্যতম চক্রী এখনও পলাতক। 

দুয়ারে করজোড়ে ক্ষমা চাইছেন শত্রুঘ্ন সিনহারা! মমতার রোষে আজব কান্ড মালদহতে

একই ধরনের অভিযোগ কিছু দিন আগে দায়ের হয়েছিল কসবা থানাতেও। সেখানকার দু’টি পৃথক ঘটনায় এই একই দল যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে। জিপিএস ব্যবহার করে বর্ধমানের মেমারি থেকে চারটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়িগুলি পাওয়া গিয়েছিল। এ ক্ষেত্রে হুগলি এবং পূর্ব বর্ধমানের পুলিশের সাহায্য নিয়েছে কলকাতা পুলিশ। গত ১৭ জুলাই এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়।