শ্লীলতাহানিকাণ্ডে নয়া মোড়, এবার পুলিশের নজরে রাজভবনের CCTV ফুটেজ

সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার, অস্ত্র উদ্ধার সেইসঙ্গে লোকসভা ভোটকে কেন্দ্র করে তপ্ত হয়ে রয়েছে বাংলার আবহাওয়া। যদিও এই ভোটের আগুহে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের…

West bengal Governor CV Anand Bose rape accused by dancer, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ তুললেন এক নৃত্যশিল্পী

সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার, অস্ত্র উদ্ধার সেইসঙ্গে লোকসভা ভোটকে কেন্দ্র করে তপ্ত হয়ে রয়েছে বাংলার আবহাওয়া। যদিও এই ভোটের আগুহে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ ।এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে বাংলা। ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীরা।

তবে এরই মাঝে এই ঘটনা এল এক নয়া মোড়। একদিকে যখন রাজ্যপাল রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সেই সময় এই ঘটনায় সক্রিয় হয়ে উঠলো পুলিশ। এই ঘটনায় এবার পুলিশের নজরে রয়েছে সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যে এই শ্লীলতাহানিকাণ্ডে একটি সিট গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ | একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এদিকে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার (ডিসি) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে আমরা কয়েকজন সম্ভাব্য প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলব। পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে।’

   

এদিকে বঙ্গ শহরে এসে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুঁ শব্দও করেননি বলে অভিযোগ। সেই প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। বলেছেন, ‘ আপনি বাংলায় তো এলেন কই একটাও তো কথা বললেন না। আপনার লোকেরা তো ছিল যখন মেয়েটা কেঁদে বেরচ্ছিল। বলেছে আর আমি রাজভবনের চাকরি করতে যাব না। ভয় পাচ্ছে, যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে।’ অন্যদিকে রাজ্যপাল বলেছেন, ‘আমার বিরুদ্ধে ভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে।’